রাজনীতি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 28 Dec 2023 16:06:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png রাজনীতি – MS TV https://mstvbd.com 32 32 বিএনপি জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী https://mstvbd.com/?p=8326 https://mstvbd.com/?p=8326#respond Thu, 28 Dec 2023 16:06:34 +0000 https://mstvbd.com/?p=8326 ...বিস্তারিত পড়ুন]]> বিএনপি জামাত নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সেজন্যই ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কসবা উপজেলার কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাংলাদেশে যেই উন্নতি হয়েছে, সেই উন্নতি যদি অব্যাহত রাখতে চান তাহলে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিতে হবে। এই বিএনপি জামাতের ষড়যন্ত্র থেকে যদি মুক্তি পেতে চান, এবং এ ষড়যন্ত্রকে যদি প্রতিহত করতে চান, এই ষড়যন্ত্রকে যদি শেষ করতে চান, তাহলে ৭ জানুয়ারি ২০২৪ সালে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে অর্থাৎ আনিসুল হক আপনাদের সন্তানকে জয়ী করতে হবে।

 

এছাড়াও এ সময় মন্ত্রী বিএনপি জামাতের সমালোচনা করে আরও বলেন, আপনারা জানেন তারা বহু মানুষের লাশের উপর রাজনীতি করে, আমরা করি উন্নয়নের উপর রাজনীতি, তারা করে লাশের উপর রাজনীতি। তারা আইন-শৃঙ্খলা মানে না, তাদের মানুষের জীবনের প্রতি নাই কোন শ্রদ্ধা।

 

উক্ত নির্বাচনী গণ সমাবেশে কাইমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাইমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকতিয়ার আলম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইদুর রহমান স্বপন, কাজী আজাহারুল ইসলাম, পৌর মেয়র গোলাম হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল ,ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন প্রমুখ।

 

এছাড়াও এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে নির্বাচনী গণ সমাবেশটি জনসমুদ্রের পরিণত হয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8326 0
ডোনাল্ড লু’র চিঠি নিয়ে দলীয় প্রধানের সঙ্গে আলাপ করবেন কাদের https://mstvbd.com/?p=8268 https://mstvbd.com/?p=8268#respond Wed, 15 Nov 2023 08:39:05 +0000 https://mstvbd.com/?p=8268 ...বিস্তারিত পড়ুন]]> শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠির বিষয়ে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এ বিষয়টি জানান ওবায়দুল কাদের।

কাদের বলেন, ডোনাল্ড লু আমাকে একটি চিঠি লিখেছেন। চিঠি যুক্তরাষ্ট্রের ঢাকার যিনি রাষ্ট্রদূত, আমার কাছে পৌঁছানোর জন্য নিয়ে এসেছেন। শুনেছি যে এ রকম দুটি চিঠি আরও দুটি দলের কাছে (পাঠিয়েছে)। বিএনপি আর একটা জাতীয় পার্টি। এই চিঠির বিষয়বস্তু নিয়ে আমার দলের সভাপতি এবং দলের সহকর্মীদের সঙ্গে, নির্বাহী কমিটির আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করা দরকার। কারণ, আমার পার্টির চিন্তাভাবনার দৃষ্টিকোণ থেকেই আমরা চিঠি নিয়ে জবাব দেব। টাইম ইজ টু শর্ট। এখন এনি টাইম এনি ডে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। তারিখ ঘোষণার সময়টা দূরে নয়, এমনটাই আমরা শুনতে পাচ্ছি।

 

এমতা অবস্থায় আমাদের মত দেশে ডায়লগ (সংলাপ) যদি করতে হয়, ডায়লগ তো আর কাউকে বাদ দিয়ে করা যাবে না। ডায়লগ তো এমন না যে শুধু দুটি দলের সঙ্গেই করতে হবে বা কয়েকটি দলের সঙ্গে ডায়লগ করলে হবে। সেটা শতাধিক দলের সঙ্গে (করতে হবে)। তো এ সময়ে কখন ডায়লগ হবে, কখন এ ইলেকশনের প্রক্রিয়া চলবে সেটা একটা বিষয়।

তিনি বলেন, আর একটা বিষয় হচ্ছে ডায়লগের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা, আমাদের যে সিদ্ধান্ত সেটা ছিল অত্যন্ত পরিষ্কার। আমরা আগেও বলেছিলাম শর্তযুক্ত কোনো ডায়লগের বিষয় চিন্তাভাবনা করছি না। তারা তাদের যে এক দফা এই বিষয়গুলো প্রত্যাহার করুক- তারপর আমরা চিন্তাভাবনা করে দেখবো। সেটা অনেক আগের কথা। সে সময় পেরিয়ে গেছে। এখন আর সেই পেরিয়ে যাওয়া সময়কে এগিয়ে নিয়ে আসার কোনো সুযোগ নেই। কাজেই সিদ্ধান্ত গ্রহণেও সময়টা একটা বিরাট ফ্যাক্টর।

আরও পড়ুন: আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই: পিটার হাস

আপনাকে যে চিঠিটি দিয়েছে এটি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন এবং এই চিঠির বিষয়বস্তু কি গণমাধ্যমকে বলা যায়- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন চিঠিটি লিখেছে আমার কাছে। আমি তো দলের সাধারণ সম্পাদক, এ হিসেবেই দিয়েছে। যে চিঠিটা আমার কাছে দিয়েছে পার্টির ব্যাপারে তাদের মতামত জানার জন্য, সে বিষয়টি আমি পার্টিতে আলাপ করার আগে কি করে সাংবাদিকদের বলবো? এটা কি ঠিক হবে?’

চিঠিটি আপনি পড়েছেন কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি এক পৃষ্ঠার চিঠি, আমি দেখেছি।
প্রধানমন্ত্রীর সঙ্গে কবে আলাপ করবেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,পারলে আজকেই আলাপ করবো।

]]> https://mstvbd.com/?feed=rss2&p=8268 0 ১২ থেকে ১৪ নভেম্বর ভোর পর্যন্ত দেশে সর্বাত্মক অবরোধ https://mstvbd.com/?p=8265 https://mstvbd.com/?p=8265#respond Thu, 09 Nov 2023 11:50:53 +0000 https://mstvbd.com/?p=8265 ...বিস্তারিত পড়ুন]]> সরকারবিরোধী আন্দোলনের এক দফা দাবিতে আগামী ১২ নভেম্বর (রোববার) ভোর ছয়টা থেকে ১৪ নভেম্বর (মঙ্গলবার) ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধের ডেক দিয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

 

 

এছাড়া চলমান আন্দোলনে যেসব নেতাকর্মী নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আগামী শুক্রবার দেশের সব মসজিদে দোয়া করার আহ্বান জানান তিনি।

 

 

রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে তাদের ৩৬৫ জন নেতাকর্মী আটক হয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে যাতে আসামি ১৫৬৩ জন। বিভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হয়েছেন অর্ধশতাধিক।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8265 0
বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা রূপান্তরিত হয়েছে: কাদের https://mstvbd.com/?p=8260 https://mstvbd.com/?p=8260#respond Sat, 28 Oct 2023 12:37:41 +0000 https://mstvbd.com/?p=8260 ...বিস্তারিত পড়ুন]]> বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রায় রূপান্তরিত হয়েছে বলে ব্যঙ্গ করে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

শনিবার (২৮ অক্টোবর) বিকালে রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

 

বক্তব্যের শুরুতে ওবায়দুল কাদের বলেন, খেলা হবে। খেলা হবে? প্রস্তুত? ফখরুল বিএনপি কোথায়? মহাযাত্রা এখন মহাপতন যাত্রা। বিএনপির মহাযাত্রা এখন মরণযাত্রা। খেলা হবে? সেমি ফাইনালে আমরা গেছি। তারপরে ফাইনাল নির্বাচনে।

তিনি বলেন, জবাব দিতে হবে, প্রধান বিচারপতির বাড়িতে কারা হামলা করেছে? পুলিশের গায়ে যারা হাত তুলেছে। তাদের বিরুদ্ধে খেলা হবে৷ তাদের ছাড় দেওয়া হবে না।

 

ওবায়দুল কাদের দাবি করেন, বিএনপি সন্ত্রাসী দল৷ তারা তাদের পুরোনো চেহারা জাতির সামনে তুলে ধরেছে। এদের বিরুদ্ধে খেলা হবে। এদের অপরাধের বিচার হবে।এদের নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। এ অস্ত্র ভোতা হয়ে গেছে। ভোতা অস্ত্রে কাজ হবে না।

আগামীকাল মহানগর, জেলা, থানা ও উপজেলা; সারাদেশে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের শীর্ষ নেতারা এবং সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8260 0
পলাতক অবস্থায় মাদকাসক্ত হয়ে কোকো মারা যান: আইনমন্ত্রী https://mstvbd.com/?p=7819 https://mstvbd.com/?p=7819#respond Sat, 28 Jan 2023 12:59:14 +0000 https://mstvbd.com/?p=7819 ...বিস্তারিত পড়ুন]]> বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো পলাতক অবস্থায় মাদকাসক্ত হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, বিএনপির সেক্রেটারি জেনারেল বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোকে নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে জান দিতে হয়েছে। আদালতে তাদেরই বানানো সেনাপ্রধান মঈন ইউ আহমেদের দাখিল করা মামলায় রায়ে তার (আরাফাত রহমান কোকো) সাত বছরের জেল হয়। মালয়েশিয়ায় পালায়। তাদেরই কথা, আমার কথা না; মাদকে আসক্ত হয়ে পড়েন। মাদকে আসক্ত হয়ে তিনি মারা গেছেন। এ সত্য কথাটাও তারা মানতে রাজি না, মিথ্যা কথা বলা তাদের সবচেয়ে বড় স্বভাব।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেলার মাঠে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন আইনমন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিষয়টি যথাসময়ে নির্বাচন কমিশন জানাবে। এসময় নৌকার পক্ষে ভোট চান তিনি।

বর্তমান সরকারের ফিরিস্তি তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘সেই মহিলা (খালেদা জিয়া) বলেছিলেন, পদ্মা সেতুতে গাড়ি চলতে পারবে না, উঠলে ভেঙে পড়েবে। অথচ তারা এটির ওপর দিয়ে যাচ্ছেন, সভা-সমাবেশে যোগ দিচ্ছেন। তাদের লজ্জাও করে না।’

মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাওছার ভূইয়া জীবন,কসবা পৌরমেয়র এমজে হাক্কানী,ভাইস চেয়ারম্যান মনির হোসেন,জেলা পরিষদ সদস্য এম এ আজিজ, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য রুমানুল ফেরদৌসী রুমা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7819 0
কোন ক্ষমা নেই,যে হাত দিয়ে আগুন দেবে, ওই হাত পুড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=7632 https://mstvbd.com/?p=7632#respond Thu, 08 Dec 2022 13:39:56 +0000 https://mstvbd.com/?p=7632 ...বিস্তারিত পড়ুন]]> আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সবাই প্রস্তুত থাকবেন। একটা মানুষের ক্ষতি যেন কেউ না করতে পারে। কেউ আগুন দিয়ে পোড়াতে এলে, যে হাত দিয়ে আগুন দেবে ওই হাতটা ওই আগুনে পুড়িয়ে দিতে হবে। আর বসে থাকার সময় নেই। কোনো ক্ষমা নেই।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে যৌথসভায় যুক্ত হন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়ন করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারেক জিয়া মুচলেকা দিয়ে গিয়েছিল, সে সাজাপ্রাপ্ত আসামি। আমি ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করবো, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। ব্রিটিশ সরকারকে বলবো যে, তারেক জিয়া সাজাপ্রাপ্ত আসামি তাকে হ্যান্ডওভার করতে হবে বাংলাদেশের কাছে। দেশে নিয়ে এসে আমি তার সাজা বাস্তবায়ন করবো।

জাতির পিতার খুনিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমেরিকা খুনিদের পালতেছে, কানাডা আবার পালে আরেকটাকে, পাকিস্তানে আছে দুটা। সবার কাছে বলবো এই খুনিদের ফেরত পাঠাতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, অগ্নি সন্ত্রাসীদের এবং স্বাধীনতাবিরোধীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, এটা পরিষ্কার কথা। ওরা আমাদের উৎখাত করবে? ওরা পকেট থেকে এসেছে আবার পকেটেই থাকবে।

প্রত্যেক এলাকায় নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জ্বালাও, পোড়াও, হত্যা, খুন, মানিলন্ডারিং এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর আগে বহু যন্ত্রণা দিয়েছে তারা। আমরা অনেক সহ্য করেছি। আমার কৃষক-শ্রমিক, আমাদের নেতাকর্মী কারও গায়ে হাত দিলে আর ক্ষমা নাই।

জামায়াতকে নিয়ে বিএনপি আবার ক্ষমতায় এলে বাংলাদেশ পিছিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশের আর উন্নয়ন হবে না। তারা দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে। আওয়ামী লীগ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বসে থাকবে না আওয়ামী লীগ।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশের সংঘর্ষ হয়। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি আবারও বিশৃঙ্খলা, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। রাস্তায় পুলিশের ওপর হামলা করছে। চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করে খেয়ে পুলিশের ওপর হামলা করে সরকার পতন করা যাবে না। সরকার পতন করা এতো সহজ নয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করা হলে আওয়ামী লীগ বসে থাকবে না।

তিনি আরও বলেন, বিএনপির ব্যবসায়ীই হোক বা আওয়ামী লীগের হোক, সবাই কিন্তু শান্তিতে ব্যবসা করেছে। হাওয়া ভবন আমরা খুলি নাই বরং ব্যবসা করার সুযোগ করে দিয়েছি। আবারও হাওয়া ভবন আসলে, আরেকটা নাম দেবে। আবারও চুষে চুষে খাবে। শান্তিতে ব্যবসা করতে হবে না। আজ বিএনপিকে যারা তেল মারছে, আমরা তাদেরও হিসাব করবো।

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের পরপরই একেকজনে বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলাগাছের বাগান করেছে। মেয়েদের ওপর পাশবিক অত্যাচার করেছে। ছয় বছরের মেয়ে রজুফা থেকে শুরু করে ৬০ বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের হাত থেকে রক্ষা পায়নি। সেই পূর্ণিমা-ফাহিমা থেকে শুরু করে সারা বাংলাদেশের কত নাম বলবো সবার চিকিৎসা করতে হয়েছে। অনেকে লজ্জায় নাম প্রকাশ করেনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7632 0
বিএনপি জিয়াউর রহমানের উর্দি পরা পকেট থেকে বের হয়েছে: প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=7628 https://mstvbd.com/?p=7628#respond Thu, 08 Dec 2022 09:17:11 +0000 https://mstvbd.com/?p=7628 ...বিস্তারিত পড়ুন]]> আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের উর্দি পরা পকেট থেকে বের হয়েছে। আওয়ামী লীগ কারও পকেটের সংগঠন না। মনে রাখা উচিত, আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সব সহযোগী সংগঠনের যৌথসভায় গণভবন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। জিয়াউর রহমান কারফিউতন্ত্র দিয়ে গেছে। আর খালেদা দিয়েছে দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন।

সরকারপ্রধান বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়। বিএনপি-জামায়াত থাকতে দেশের কোনো উন্নতি হয়নি। উন্নয়ন পোকার মতো খেয়েছে। উন্নয়ন করতে মানসিকতা থাকা দরকার। দিকদর্শন থাকা দরকার।

যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেনসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোশনের মেয়র।

বৈঠকের শুরুতে দলের সাধারণ সম্পাদক কথা বলেন। তিনি বলেন, দেশে আগুন সন্ত্রাস শুরু করে দিয়েছে বিএনপি। দেশের মানুষ আতঙ্কে আছে। সমাবেশকে কেন্দ্র করে তারা মাঠে নামিয়েছে জঙ্গিদের। লাশ ফেলার দুরভিসন্ধি তারা গতকাল কার্যকর করেছে। তারা হামলা করেছে পুলিশের উপর।

এসময় মিডিয়ার সমালোচনা করে তিনি বলেন, পুলিশ রাস্তায় পড়ে ছিল, সেই ছবি মিডিয়া দেখায়নি। তারা বিআরটিসি বাস পুড়িয়েছে। সরকারি গাড়ি পুড়িয়ে ফেলবে, সেই ছবি দেখাবে না। এই দুর্ব্যবহার কেন করা হচ্ছে? মিডিয়ার একটি অংশ কেন একটি পক্ষ নিচ্ছে? এটা আমার অভিযোগ। কক্সবাজারে এত বড় সমাবেশ, মিডিয়া ঠিকভাবে দেখায়নি। মিডিয়ার কাছে আমরা প্রত্যাশা করি, তারা যা দেখবে তাই দেখাবে। আমরা সত্যকে তুলে ধরার আহ্বান জানাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, লন্ডন থেকে ফরমায়েশ আসে। মির্জা ফখরুল চাকরি রক্ষার জন্য তা করে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সব বিভাগ, জেলা, উপজেলা, থানা, ওয়ার্ডে সতর্ক অবস্থায় থাকবে।

এসময় রাস্তা বন্ধ করে সমাবেশ করতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, রাস্তা বন্ধ করে সমাবেশ আমরা করতে দেবো না। আগামীকাল ঢাকা মহানগর দক্ষিণের সমাবেশও মহানগর নাট্যমঞ্চে হবে। জনগণের ভোগান্তি হতে দেওয়া যাবে না।

কূটনীতিকদেরও সমালোচনা করেন তিনি। তিনি বলেন, আমাদের বিদেশি বন্ধুরা একতরফা কথা বলবে, এটা কূটনৈতিক শিষ্টাচার নয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7628 0
বিএনপি বাড়াবাড়ি করলে খালেদাকে আবার জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=7534 https://mstvbd.com/?p=7534#respond Thu, 03 Nov 2022 16:22:58 +0000 https://mstvbd.com/?p=7534 ...বিস্তারিত পড়ুন]]> প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, সরকারবিরোধী আন্দোলনের নামে বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে।

তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ, বয়োবৃদ্ধ। তার ভাই-বোন, বোনের জামাই আমার কাছে এসেছেন, আবেদন করেছেন। আমরা তার সাজাটা স্থগিত করে বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছি। এটা মানবিক কারণেই দিয়েছি। কিন্তু যদি ওরা বেশি বাড়াবাড়ি করে তাহলে আবার জেলে পাঠিয়ে দেবো।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলন করলে কোনো কথা নেই। কিন্তু একটা মানুষের গায়ে হাত দিলে ছাড়বো না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ এ স্মরণসভার আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, ‘আজ তাদের (বিএনপি) কি অবস্থা? আজ তাদের গণতন্ত্র উদ্ধার করতে হবে। যে দলের জন্ম সামরিক শাসকের পকেট থেকে অবৈধভাবে ক্ষমতা দখলকারীর দ্বারা, তারা আবার গণতন্ত্রের কি উদ্ধার করবে? সেটাই আমার প্রশ্ন। আবার সেই কথা শুনে কিছু লোক তাদের সঙ্গে তাল মেলান। তাদের জ্ঞান-বুদ্ধি কোথায় থাকে? তারা কি বাস্তবটা বুঝতে পারেন না? আর নেতৃত্ব কোথায়? বিএনপি যে লাফালাফি করে তাদের নেতা কই?’

আওয়ামী লীগ সভাপতি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সাজাপ্রাপ্ত। তার সাত বছরের সাজা হয়েছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কথা যদি বলি, এতিমদের নামে বিদেশ থেকে যে মোটা অঙ্কের টাকা এসেছিল, সেই টাকাও এতিমরা পায়নি। ওই ট্রাস্টের নামে আসা সব টাকা গেছে নিজের নামের অ্যাকাউন্টে। সেখানেও তিনি ধরা খেয়েছেন এবং মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার সেই মামলা দিয়েছে এবং ১০ বছরের জেল হয়েছে। তাদেরই প্রিয় ইয়াজউদ্দিন, মইন উদ্দিন ও ফখরুদ্দিন গং এ মামলা দিয়েছিল। অন্যদিকে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি।’

বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘জাতির পিতার খুনিদের জিয়াউর রহমান বিদেশে চাকরি দিয়ে পুনর্বাসিত করেছিলেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে তাদের বের করে দেয়। কিন্তু ২০০১ সালে যখন বিচারের রায়ের তারিখ পড়েছে, খুনিরা বিচারের কাঠগড়ায়, সেই সময় খালেদা জিয়া খুনি খায়রুজ্জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি ও প্রমোশন দেন এবং মালয়েশিয়ায় হাইকমিশনার করেও পাঠান। খুনি পাশাকে বিদেশে মৃত অবস্থায় প্রমোশন দেন এবং তার ভাতা ও সবধরনের বেনিফিট পরিবারকে দেওয়া হয়। তাহলে কি করে অস্বীকার করবে এ হতাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত নন। ৩ নভেম্বর বা ১৫ আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জিয়া যে জড়িত নন, তা কীভাবে তারা অস্বীকার করবে?’

তিনি আরও বলেন, ‘১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে খুনি রশিদকে ভোট চুরি করে খালেদা জিয়া পার্লামেন্টে বসানোর মাধ্যমে খুনিদের পৃষ্ঠাপোষকতা করেছেন। আর ২১ আগস্টের গ্রেনেড হামলায় তারেক রহমান ও খালেদা জিয়া যে সম্পূর্ণভাবে জড়িত তাতে কোনো সন্দেহ নেই। কারণ সংসদে এ নিয়ে আওয়ামী লীগকে আলোচনাও করতে দেওয়া হয়নি। উল্টো খালেদা জিয়া বলেছিলেন, তিনি (শেখ হাসিনা) ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। অর্থাৎ একটি অপরাধ করার পর সেই অপরাধটা অন্যের ঘাড়ে চাপানোর ট্রিকসটা তারা ভালোভাবেই জানেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সামনে নির্বাচন। আমরা মানুষের মন জয় করে এবং দেশের উন্নয়ন করেই নৌকার পক্ষে ভোট আনবো। দেশের মানুষ আর সেই অশান্ত পরিবেশ চায় না, শান্তির পরিবেশ চায়, দেশের উন্নতি চায়। তাই দেশের জনগণ আওয়ামী লীগকেই চায়, কেননা আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশে শান্তি, উন্নয়ন আর অগ্রগতি।’

স্মরণসভায় উদ্বোধীন বক্তৃতা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংগঠনের কার্যনির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে সৈয়দা জাকিয়া নূর লিপি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি এবং উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7534 0
বিএনপি নেতাদের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের দেড় ঘণ্টার বৈঠক https://mstvbd.com/?p=7346 https://mstvbd.com/?p=7346#respond Sun, 18 Sep 2022 06:58:00 +0000 https://mstvbd.com/?p=7346 ...বিস্তারিত পড়ুন]]> বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি নেতারা।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি মহাসচিবের সঙ্গে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাক্ষাৎ করতে সকাল ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সঙ্গে বৈঠকের বিষয়ে কথা বলেন।

গতকাল বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় নেতারা আহত হয়েছেন- এ বিষয়ে জাপান রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না এটা দ্বিপাক্ষিক, বাংলাদেশ জাপানের সম্পর্ক দীর্ঘদিনের।

‘জাপান আমাদের সবচেয়ে বড় ডোনার। আমাদের দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া দেশের রাজনৈতিকসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7346 0