রাজবাড়ী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 23 Dec 2022 09:45:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png রাজবাড়ী – MS TV https://mstvbd.com 32 32 বালিয়াকান্দিতে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল উল্টে শিশু নিহত https://mstvbd.com/?p=7685 https://mstvbd.com/?p=7685#respond Fri, 23 Dec 2022 09:45:03 +0000 https://mstvbd.com/?p=7685 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল উল্টে সাঈদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক ইমরান (২০)। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত শিশু সাঈদ বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে। আহত ইমরান শালকী গ্রামের সাদেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নজরুল খান ও আবু সাঈদ বলেন, বালুবোঝাই করে একটি ট্রাক গাড়াকোলা বাজারের দিকে আসছিল। সেসময় ট্রাকটির পেছনে আসা মোটরসাইকেলটি গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে ওভারটেক করতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাঈদের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক ইমরান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7685 0
পাংশায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা https://mstvbd.com/?p=7682 https://mstvbd.com/?p=7682#respond Fri, 23 Dec 2022 09:28:16 +0000 https://mstvbd.com/?p=7682 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ীর পাংশা উপজেলার একটি মাঠ থেকে রাব্বি (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা পুলিশ ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেন এর ছেলে। এবং সে পার্শ্ববর্তী আখরজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে যায় রাব্বি। তখন তার দুই বন্ধু তরুণ ও রানা একটি ইসলামী জলসা শোনার জন্য তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা মাঠে রাব্বির মরদেহ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়।

তারা আরও জানান, রাব্বি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়েছিল। তাদের দাবি রাব্বিকে হত্যা করা হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7682 0
রাজবাড়ীতে ট্রাক প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ https://mstvbd.com/?p=6274 https://mstvbd.com/?p=6274#respond Mon, 31 Jan 2022 01:23:12 +0000 https://mstvbd.com/?p=6274 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ী সদর উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। রবিবার (৩০ জনুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর নিমতলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মাছচর ইউনিয়নের সোহরাব উদ্দিন সরদারের ছেলে কামরুজ্জামান হিটু (৪০), একই এলাকার জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী (৪৫) এবং আকবর মাস্টা‌রের ছে‌লে ইউপি সদস্য আলিমুজ্জামান আলিম (৫০)।

আহতরা হ‌লেন- খলিলপু‌রের মৃত আজিজুল হকের ছে‌লে জিএম মো‌র্শেদ প্রিন্স (৫০) ও রাজবাড়ীর সুলতানপু‌রের রওশন ব্যাপারীর ছে‌লে শামীম ব‌্যাপারী (৩৫)।

হাইও‌য়ে পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থে‌কে এক‌টি প্রাইভেটকারে করে পাঁচজন ফ‌রিদপুরের মাছচর এলাকায় ফির‌ছি‌লেন। রাজবাড়ীর নিমতলা রেলক্রসিং এলাকায় আসলে গাড়িটি পেছ‌ন থেকে ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হিটু ও মাসুদ মৌলভী। আর ফরিদপুর নেওয়ার প‌থে মারা যান আলিমুজ্জামান। ঘটনার পর ট্রাকটি পা‌লি‌য়ে যায়। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

আহলাদীপুর হাইও‌য়ে থানার ওসি দো‌লোয়ার হো‌সেন বলেন, আহতদের ফ‌রিদপু‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে একজ‌নের অবস্থ‌া আশঙ্কাজনক।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6274 0