রামগতি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 30 May 2022 08:17:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png রামগতি – MS TV https://mstvbd.com 32 32 রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত https://mstvbd.com/?p=6957 https://mstvbd.com/?p=6957#respond Mon, 30 May 2022 08:17:08 +0000 https://mstvbd.com/?p=6957 ...বিস্তারিত পড়ুন]]> লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ মে) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রায়হান (৩২) ও বাবুল মাঝি (৪০)। তারা উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকার বাসিন্দা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এমএস টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রামগতি থেকে ছেড়ে যাওয়া ইলিশভর্তি পিকআপ ওই এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় খায়। এতে চালকসহ তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলে রায়হান মারা যান। আহত বাবুল মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত অন্য আরোহীকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6957 0