লক্ষ্মীপুর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 20 Oct 2022 08:53:45 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png লক্ষ্মীপুর – MS TV https://mstvbd.com 32 32 লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন https://mstvbd.com/?p=7458 https://mstvbd.com/?p=7458#respond Thu, 20 Oct 2022 08:53:45 +0000 https://mstvbd.com/?p=7458 ...বিস্তারিত পড়ুন]]> লক্ষ্মীপুরের রামগঞ্জে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেফতার মাদক কারবারি ইয়াসমিন আক্তার কলিকে (৩৬) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কলি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের অলি উল্যার স্ত্রী।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন। এসময় তিনি বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলার হাজিগঞ্জ-রামগঞ্জ সড়কের পালের বাড়ির ব্রিজ এলাকা থেকে কলিকে আটক করেন র‌্যাব-১১ সদস্যরা। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবা বিক্রির উদ্দেশে তিনি রামগঞ্জে আসেন।

এ ঘটনায় র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) মো. আফজাল হোসেন রামগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারেফ হোসেন আদালতে কলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি ও সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7458 0
রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত https://mstvbd.com/?p=6957 https://mstvbd.com/?p=6957#respond Mon, 30 May 2022 08:17:08 +0000 https://mstvbd.com/?p=6957 ...বিস্তারিত পড়ুন]]> লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ মে) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. রায়হান (৩২) ও বাবুল মাঝি (৪০)। তারা উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকার বাসিন্দা।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এমএস টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রামগতি থেকে ছেড়ে যাওয়া ইলিশভর্তি পিকআপ ওই এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় খায়। এতে চালকসহ তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলে রায়হান মারা যান। আহত বাবুল মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত অন্য আরোহীকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6957 0
লক্ষ্মীপুরে গোপন বিয়ের খবরে ক্ষুব্ধ, ছেলের নানা শ্বশুরকে পিটিয়ে হত্যা https://mstvbd.com/?p=6749 https://mstvbd.com/?p=6749#respond Fri, 15 Apr 2022 07:06:36 +0000 https://mstvbd.com/?p=6749 ...বিস্তারিত পড়ুন]]> লক্ষ্মীপুরে গোপন বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে ছেলের নানা শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সদর উপজেলার চররমনী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম নাজিম সর্দার। তিনি একই এলাকার মৃত হাসু সর্দারের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, ১২ এপ্রিল একই এলাকার গোলাপ সর্দারের ছেলে তারিফ সর্দার গোপনে একই এলাকার আব্বাস সর্দারের মেয়ে নুপুরকে বিয়ে  করেন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি জানাজানি হয়। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন গোলাপ সর্দার। রাতে লোকজন নিয়ে কনের বাড়িতে হাজির হন। সেখানে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ ও তার লোকজন কনের নানা নাজিমকে বেধড়ক পেটায়। আহত অবস্থায় নাজিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, নিহতের পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6749 0
লক্ষ্মীপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের https://mstvbd.com/?p=6107 https://mstvbd.com/?p=6107#respond Fri, 07 Jan 2022 09:30:18 +0000 https://mstvbd.com/?p=6107 ...বিস্তারিত পড়ুন]]> লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান শুভ (১৩) নামে এক মাদরাসাছাত্র মারা গেছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শুভ চরলরেঞ্চ গ্রামের আবদুস সহিদের ছেলে ও চরজগবন্ধু আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, চরলরেঞ্চ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল শুভ। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6107 0