শরীয়তপুর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 16 Feb 2022 07:49:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শরীয়তপুর – MS TV https://mstvbd.com 32 32 শরীয়তপুরে মাকে হত্যার দৃশ্য দেখলো ৯ বছরের ছেলে https://mstvbd.com/?p=6430 https://mstvbd.com/?p=6430#respond Wed, 16 Feb 2022 07:49:58 +0000 https://mstvbd.com/?p=6430 ...বিস্তারিত পড়ুন]]> শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে বাবার বিরুদ্ধে মাকে গলা টিপে হত্যার কথা জানিয়েছে এক সন্তান। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সখিপুর থানার সখিপুর ইউনিয়নের হাবিবউল্লাহ ডিগ্রি কলেজের পূর্বপাশে সরিষাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত শাহানাজ বেগম (৩৫) সখিপুর ইউনিয়নের সরদারকান্দি গ্রামের মালেক মুন্সীর মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুরের পুরান বাজার এলাকার রুবেল হাসানের সঙ্গে শাহানাজ বেগমের ১১ বছর আগে বিয়ে হয়। সম্প্রতি রুবেল শাহানাজকে না জানিয়ে আরেকটি বিয়ে করেন। বিষয়টি নিয়ে ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

মঙ্গলবার সকালে রুবেল ও শাহানাজ তাদের ছেলে মেয়েকে সখিপুরের সরদারকান্দি গ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চাঁদপুরে যাওয়ার সময় আবার ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে ছেলে সোহানের (৯) সামনেই রুবেল তার স্ত্রী শাহানাজকে গলা টিপে হত্যা করে পালিয়ে যান। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহানাজের মরদেহ উদ্ধার করে।

শাহানাজের ছেলে সোহান জানায়, বাবা-মা ঝগড়া করতো। আমরা নানা বাড়ি বেড়াতে আসি। সন্ধ্যায় বাড়ি যাওয়ার সময় বাবা আমার মায়ের গলা চেপে ধরে মেরে চলে যায়।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে ওই নারীর সঙ্গে কী হয়েছিল। তবে স্বামী স্ত্রীকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6430 0