শিক্ষার্থী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 02 Aug 2024 11:57:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শিক্ষার্থী – MS TV https://mstvbd.com 32 32 শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা https://mstvbd.com/?p=8437 https://mstvbd.com/?p=8437#respond Fri, 02 Aug 2024 11:57:52 +0000 https://mstvbd.com/?p=8437 এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটাবিরোধী শিক্ষার্থীরা।

এর আগে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেন শিক্ষার্থীরা৷ দুই ঘণ্টার বেশি সময় ধরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রাখেন তারা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

বিকেল ৫টার দিকে আবারও সায়েন্সল্যাব মোড়ের দিকে চলে যান শিক্ষার্থীরা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8437 0
পাংশায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা https://mstvbd.com/?p=7682 https://mstvbd.com/?p=7682#respond Fri, 23 Dec 2022 09:28:16 +0000 https://mstvbd.com/?p=7682 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ীর পাংশা উপজেলার একটি মাঠ থেকে রাব্বি (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা পুলিশ ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেন এর ছেলে। এবং সে পার্শ্ববর্তী আখরজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে যায় রাব্বি। তখন তার দুই বন্ধু তরুণ ও রানা একটি ইসলামী জলসা শোনার জন্য তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা মাঠে রাব্বির মরদেহ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়।

তারা আরও জানান, রাব্বি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়েছিল। তাদের দাবি রাব্বিকে হত্যা করা হয়েছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7682 0