শিশু – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 12 May 2022 07:21:38 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শিশু – MS TV https://mstvbd.com 32 32 রংপুরে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ,শিশুর নিহত https://mstvbd.com/?p=6831 https://mstvbd.com/?p=6831#respond Thu, 12 May 2022 07:21:38 +0000 https://mstvbd.com/?p=6831 ...বিস্তারিত পড়ুন]]> রংপুরের কাউনিয়ায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত শিশু আঞ্জুয়ারা বেগম (১২) মারা গেছে। বৃহস্পতিবার (১২ মে) ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

নিহত আঞ্জুয়ারা উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

এর আগে সোমবার (৯ মে) বিশ্বনাথ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের নারী ও শিশুসহ নয়জন আহত হন। এদের মধ্যে আঞ্জুয়ারাসহ গুরুতর দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় চারজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিশ্বনাথ গ্রামের আব্দুল হামিজের বসতভিটার কিছু অংশ প্রতিবেশী আব্দুল হাকিম নিজের দাবি করে এক মাস আগে সীমানা নির্ধারণ করেন। সেই সঙ্গে জমিতে থাকা গাছ কেটে ফেলেন।

এই সীমানা নিয়ে সন্দেহ হলে হামিজ ও তার স্বজনেরা সোমবার বিকেলে পুনরায় সীমানা নির্ধারণ করতে যান। এতে হাকিম বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে হামিজসহ তার পক্ষের ছয়জন এবং হাকিমের পক্ষের তিনজন আহত হন। পরে হামিজসহ তার পক্ষের ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে আঞ্জুয়ারা ও হামিজের স্ত্রী আমেনাকে (৫০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

আর আব্দুল হামিজ (৫৫), তার ছেলে আমজাদ হোসেন (৩৩), সিনবাদ (২৬) ও আফজাল হোসেন (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় হামিজের চাচাতো ভাই আব্দুল সোলেমান বাদী হয়ে সোমবার রাতে কাউনিয়া থানায় মামলা করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদার রহমান বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে উভয়পক্ষের লোকজনের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সোমবার রাতে আব্দুল সোলেমান বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলার পরই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- বিশ্বনাথ গ্রামের ইব্রা মিয়া, খলিল মিয়া, মজনু মিয়া ও মোস্তফা।মঙ্গলবার ওই চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় আহত শিশু আঞ্জুয়ারা বেগম বৃহস্পতিবার ভোর তিনটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

তিনি বলেন, তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6831 0
ফ্ল্যাটে বাস করে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে শিশুরা: প্রধানমন্ত্রী https://mstvbd.com/?p=6821 https://mstvbd.com/?p=6821#respond Wed, 11 May 2022 09:20:11 +0000 https://mstvbd.com/?p=6821 ...বিস্তারিত পড়ুন]]> শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশের প্রতি গুরুত্বারোপ করে দেশের প্রতিটি এলাকায় খেলার মাঠ রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমাদের শিশুরা, এখন তো সব ফ্ল্যাটে বাস করে, ফ্ল্যাটে বাস করে করে তারা ফার্মের মুরগির মতোনই হয়ে যাচ্ছে। তারা মোবাইল ফোন, ল্যাপটপ আর আইপ্যাড নিয়েই সারাক্ষণ পড়ে থাকে। এটা আসলে শিশুর মানসিক ও শারীরিকভাবে সুস্থতার লক্ষণ না।

বুধবার (১১ মে) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১৩-২০২১’- বিতরণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, খেলাধুলা ও দৌড়ঝাঁপের মধ্য দিয়ে শিশু-কিশোররা শারীরিক-মানসিকভাবে বিকশিত হওয়ার সুযোগ পায়।

রাজধানীর বাইরে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুবিধাদির উন্নয়নের লক্ষ্যে প্রথম পর্যায়ে দেশের ১২৫টি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ১৮৬টি উপজেলায় নির্মাণকাজ চলছে। তৃতীয় পর্যায়ে অবশিষ্ট ১৭১টি উপজেলায় এ মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্চে।

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করারও নির্দেশ দেন শেখ হাসিনা।

সন্তানের বাবা-মা ও অভিভাবকদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, অন্তত বাবা-মা ও অভিভাবকদের অনুরোধ করবো- কিছু সময়ের জন্য হলেও ছেলেমেয়েদের হাত-পা ছুড়ে খেলার সুযোগ করে দিন। আমরা প্রতিটি এলাকায় খেলার মাঠ রাখার উদ্যোগ নিয়েছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিব পরিবারের অন্য সদস্যদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর প্রিয় খেলা ছিল ফুটবল। অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন, “আব্বার টিম ও আমার টিমে যখন খেলা হতো তখন জনসাধারণ খুব উপভোগ করতো। আমাদের স্কুল টিম খুব ভাল ছিল। মহকুমায় যারা ভালো খেলোয়াড় ছিল, তাদের এনে ভর্তি করতাম এবং বেতন ফ্রি করে দিতাম”।

দেশীয় অনেক খেলা এখন বিলুপ্তির পথে। এসব খেলায় আবারও সুদিন ফেরানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক খেলা আছে। এসব গ্রামীণ খেলাগুলো কিছু কিছু চালু করা হয়েছে। এগুলো পুরোপুরিভাবে সচল করতে হবে। এগুলো চালু করতে খুব বেশি খরচও লাগে না। নিজেরা খেলবে, আন্তঃস্কুল প্রতিযোগিতা, আন্তঃকলেজ প্রতিযোগিতা, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা যেন ব্যাপকভাবে চলে সে ব্যবস্থা নিতে হবে। আমরা এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করে যাচ্ছি। এক্ষেত্রে যা যা প্রয়োজন আমরা দিচ্ছি।

খেলাধুলার উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ এবং সফলতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, জাতির পিতার পদাংক অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। ২০০৯ হতে ২০২১ সময়কালে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সফলতার পরিসংখ্যান উত্তরোত্তর বাড়ছে। এ সময়ে বিভিন্ন ক্রীড়া ডিসিপ্লিনে আমাদের জাতীয় দলগুলো আন্তর্জাতিক ও আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ৪৭৩টি স্বর্ণ, ৪৭৪টি রৌপ্য, ৫৪৭টি তাম্র পদক অর্জন এবং ৯৬ বার চ্যাম্পিয়ন, ২৩ বার রানার্স আপ ও ২১ বার তৃতীয় স্থান অর্জন করেছে।

নিয়মিত খেলোয়াড়দের পাশাপাশি অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের কৃতিত্বপূর্ণ অর্জনের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রাও ভালো পারদর্শিতা দেখাচ্ছে। তারা কিছু ক্ষেত্রে সুস্থদের চেয়েও ভালো করছে।

সরকারের পৃষ্ঠপোষকতায় অটিস্টিক ও শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়রা বিভিন্ন সময়ে স্পেশাল অলিম্পিকে অংশ নিয়ে ২১৬টি স্বর্ণ, ১০৯টি রৌপ্য ও ৮৪টি ব্রোঞ্জ পদক অর্জন করে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। এ বছরের মার্চে কক্সবাজারে অনুষ্ঠিত ‘বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ ভারতকে ৯ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে ৮৫ জন গুণী খেলোয়াড় ও ক্রীড়া সংগঠককে ২০১৩ হতে ২০২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ৭৭ জন পুরস্কার বিজয়ীর হাতে জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দেন। পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে (ভার্চুয়ালি) আরও ৮ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকে পাচ্ছেন একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার একটি চেক এবং একটি সম্মাননাপত্র।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6821 0
নোয়াখালীতে ধর্ষণের পর রক্তক্ষরণ দেখে শিশুকে হত্যা! https://mstvbd.com/?p=6685 https://mstvbd.com/?p=6685#respond Mon, 04 Apr 2022 03:44:15 +0000 https://mstvbd.com/?p=6685 ...বিস্তারিত পড়ুন]]> নিখোঁজের নয়দিন পর শিশু আছমা আক্তারের (৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার হন শাহাদাত হোসেন (২২) নামে এক যুবক। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শ্বাসরোধে আছমাকে হত্যা করেন বলে জবানবন্দি দেন তিনি।

রোববার (৩ এপ্রিল) বিকেলে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন শাহাদাত।

গত ২৪ মার্চ দুপুরে নোয়াখালীর বদলকোট ইউনিয়নে নিজ বাড়ি থেকে বের হয়ে শিশুটি আর ফিরে আসেনি। এরপর শনিবার (২ এপ্রিল) রাতে শাহাদাতের দেখানো একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন জানানষ, জবানবন্দিতে আসামি শাহাদাত হোসেন স্বীকার করেন যে, ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ দেখে শ্বাসরোধে ওই শিশুকে হত্যা করেন। হত্যার পরও ধর্ষণ করা হয় শিশুটিকে। এরপর পাশের বাড়ির সেপটিক ট্যাংকে মরদেহ লুকিয়ে রাখা হয়।

ওসি আরও জানান, আছমা নিখোঁজের নয়দিনের মাথায় শাহাদাত হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি ধর্ষণ, হত্যা ও মরদেহ গুম করার কথা স্বীকার করেন।

জবানবন্দি গ্রহণ শেষে শাহাদাতকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আছমাকে ধর্ষণ-হত্যার দায়ে অভিযুক্ত শাহাদাতের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শাহাদাত চাটখিল উপজেলার মেঘা গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6685 0
কসবায় অটো রিকশা চাপায় শিশুর মৃত্যু: বিক্ষোভে সড়ক অবরোধ https://mstvbd.com/?p=5925 https://mstvbd.com/?p=5925#respond Mon, 20 Dec 2021 10:35:14 +0000 https://mstvbd.com/?p=5925 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কৈখলা এলাকার নয়নপুর টু কোল্লাপাথর সড়কের ফকির আবু তাহেরের বাড়ির সামনে ব্যাটারি চালিত অটো রিকশা চাপায় জুনাইদ (৬) নামক এক শিশুর মৃত্যুু হয়েছে। শিশু জুনাইদ কৈখলা গ্রামের জসিম মাস্টারের ছেলে।

সোমবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর নিহত জুনাইদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার আকাশ বাতাস, বিক্ষোভের নয়নপুর টু কোল্লাপাথর সড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একমাত্র সন্তান শিশু জুনাইদকে হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছেন জসিম মাস্টার ও পরিবার, জসিম মাষ্টার রাবিয়া মান্নান ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত একমাত্র সন্তান জুনাইদের কবরের পাশে বসে হাউমাউ করে কাঁদছেন পিতা জসিম মাস্টার, এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে এমএস টিভিকে জানান, সৃষ্টিকর্তা যেন আমার একমাত্র ছেলে জুনাইদ কে জান্নাতবাসী করেন, আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন। আমার কলিজার টুকরা ছেলে আমাকে ছেড়ে চলে গেছে, এখন মামলা মোকদ্দমা দিয়ে কি আর করবো,আমিতো আমার ছেলেকে আর ফিরে পাবো না।

তিনি আরও বলেন,গতকাল (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আমার সন্তানকে দাফন করি, এর পূর্বে যেই ব্যাটারি চালিত অটো রিকশাটির চাপায় আমার সন্তান নির্মমভাবে নিহত হয়েছিল,সেই অটো রিকশা ও তার চালক সোহেল মিয়াকে আমরা ক্ষমা করে ছেড়ে দেই, আমি জানতে পারি ঐ অটো রিকশা চালক অত্যন্ত গরীব মানুষ, তার আয় রোজগার দিয়ে তার পরিবার চলে, তাকে পুলিশে দিলে তার পরিবারটি নিঃস্ব হয়ে যাবে,যেহেতু আমার সন্তানকে আর ফিরে পাবো না যেহেতু কাউকে হয়রানি ও করতে চাইনা।

এদিকে নিহত শিশু জুনাইদের দাফনের পর পরই নয়নপুর টু কোল্লাপাথর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ বিষয়ে কথা হয় কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর ভূঁঞা পিপিএম-সেবার সঙ্গে, তিনি বলেন,দুর্ঘটনাটির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই স্থানীয়রা ঐ অটো রিকশা ও তার চালককে ছেড়ে দেন,এ বিষয়ে থানায় এখনো কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি,অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5925 0