শিশুর মরদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 16 Dec 2021 08:49:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শিশুর মরদেহ উদ্ধার – MS TV https://mstvbd.com 32 32 মুন্সীগঞ্জে কুকুরের মুখ থেকে উদ্ধার শিশুর মরদেহ https://mstvbd.com/?p=5825 https://mstvbd.com/?p=5825#respond Thu, 16 Dec 2021 08:49:52 +0000 https://mstvbd.com/?p=5825 ...বিস্তারিত পড়ুন]]> মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর হুমায়ারা হিমু (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কনকসার কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হিমু স্থানীয় মো. হানিফ হোসেনের মেয়ে। বুধবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে হিমু নিখোঁজ হয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১৫ই ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক খোঁজ করে না পাওয়ায় রাতে লৌহজং থানায় সাধারণ ডায়রি করেন নিহতের বাবা হানিফ।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবায় ভাসমান একটি বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে শিশুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

লৌহজং থানার এসআই রাজু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিলো। তবে প্রকৃত ঘটনা কী তা মরদেহ ময়নাতদন্ত শেষে তদন্ত সাপেক্ষ বলা যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5825 0