শিশু নিহত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 02 Aug 2024 16:22:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শিশু নিহত – MS TV https://mstvbd.com 32 32 বাংলাদেশে সহিংসতায় ৩২ শিশুর মৃত্যু: ইউনিসেফ https://mstvbd.com/?p=8446 https://mstvbd.com/?p=8446#respond Fri, 02 Aug 2024 16:22:02 +0000 https://mstvbd.com/?p=8446 ...বিস্তারিত পড়ুন]]> কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি সহিংসতায় বাংলাদেশে অন্তত ৩২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। শিশুদের মৃত্যুতে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে শিশুদের গ্রেফতার বন্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

 

 

শুক্রবার (২ আগস্ট) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ আহ্বান জানান সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক সঞ্জয় উইজে সেকেরা।

 

 

বিবৃতিতে সঞ্জয় উইজে সেকেরা বলেন, বাংলাদেশে জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে ইউনিসেফ নিশ্চিত হয়েছে। শিশুদের এমন মৃত্যু ভয়ানক ক্ষতি। তাছাড়া অনেক শিশু আহত হয়েছে। অনেককে আটক করা হয়েছে। ইউনিসেফ সব ধরনের সহিংসতার নিন্দা জানাচ্ছে।

 

 

তিনি বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, বাংলাদেশের স্বাক্ষর করা জাতিসংঘের শিশু অধিকার সনদ এবং আটক করা হলে শিশুদের ওপর যে প্রভাব পড়ে, তা নিয়ে গবেষণার ভিত্তিতে ইউনিসেফ শিশুদের যেকোনো ধরনের আটক বন্ধের আহ্বান জানাচ্ছে। এর অর্থ হলো কোনো স্থানে শিশুদের উপস্থিতি বা তাদের পূর্বের ইতিহাস, ধর্ম ও তাদের পরিবারের কর্মকাণ্ড বা মতাদর্শের জন্য শিশুদের গ্রেপ্তার বা আটক করা যাবে না।

 

 

বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতার প্রভাব থেকে শিশুদের বের করে আনতে হবে। তাদের নিরাপদে রাখতে স্কুলগুলো খুলে দেওয়া, পড়াশোনা পুনরায় চালু এবং বন্ধুবান্ধব ও শিক্ষকদের সঙ্গে তাদের আবার মিলিত হওয়ার সুযোগ তৈরি করা সবচেয়ে ভালো উপায়গুলোর অন্যতম।

 

 

উইজে সেকেরা বলেন, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিকের ৩ কোটি শিক্ষার্থী টানা ১০ দিন স্কুলে যেতে পারেনি। এ বছরের শুরুতে শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও বন্যার কারণে শিক্ষার যে ক্ষতি হয়েছিল, তার সঙ্গে নতুন করে স্কুল বন্ধ হওয়ার ক্ষতি যুক্ত হয়েছে।

 

 

ইউনিসেফের এ কর্মকর্তা বলেন, গত ৪ আগস্ট থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। তারপরও প্রায় ১ কোটি ৫৫ লাখ শিক্ষার্থী পড়াশোনা শুরু করতে পারবে না। যত দীর্ঘ সময় শিশুরা, বিশেষ করে কন্যাশিশুরা স্কুলের বাইরে থাকবে, ততই তাদের পড়াশোনায় ফেরার সম্ভাবনা কমবে। এতে তাদের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়বে।

 

 

উইজে সেকেরা বলেন, বাংলাদেশ সরকার, ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে, এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে আমার বৈঠক হয়েছে। এসব বৈঠকে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের একত্র হওয়া ও শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টির ওপর জোর দেওয়া হয়েছে। শিশু ও তরুণরা বাংলাদেশের ভবিষ্যৎ। তারা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন, তখন তাদের সর্বোচ্চ সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করে ইউনিসেফ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8446 0
বালিয়াকান্দিতে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল উল্টে শিশু নিহত https://mstvbd.com/?p=7685 https://mstvbd.com/?p=7685#respond Fri, 23 Dec 2022 09:45:03 +0000 https://mstvbd.com/?p=7685 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল উল্টে সাঈদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক ইমরান (২০)। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত শিশু সাঈদ বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে। আহত ইমরান শালকী গ্রামের সাদেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নজরুল খান ও আবু সাঈদ বলেন, বালুবোঝাই করে একটি ট্রাক গাড়াকোলা বাজারের দিকে আসছিল। সেসময় ট্রাকটির পেছনে আসা মোটরসাইকেলটি গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে ওভারটেক করতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাঈদের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক ইমরান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7685 0