শেরপুর – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 23 Aug 2022 07:37:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শেরপুর – MS TV https://mstvbd.com 32 32 শেরপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা ছেলের https://mstvbd.com/?p=7227 https://mstvbd.com/?p=7227#respond Tue, 23 Aug 2022 07:37:37 +0000 https://mstvbd.com/?p=7227 ...বিস্তারিত পড়ুন]]> শেরপুরের নকলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ উদ্দিন নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার বাসিন্দা ও তার ছেলে পিয়াস রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছেলে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসে। সকাল পৌনে ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রে ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এ সময় বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান এমএস টিভিকে বলেন, সকাল পৌনে ৮টার দিতে নকলা হাসপাতাল রোডে একটি দুর্ঘটনা ঘটে। এতে হানিফ নামের একজন ঘটনাস্থলেই মারা যান ও তার ছেলে পিয়াস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। চালক পলাতক। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7227 0
প্রেমিকের ছুরিকাঘাতে প্রাণ গেলো কলেজছাত্রীর https://mstvbd.com/?p=7085 https://mstvbd.com/?p=7085#respond Mon, 04 Jul 2022 08:27:41 +0000 https://mstvbd.com/?p=7085 ...বিস্তারিত পড়ুন]]> শেরপুরের নকলায় প্রেমিকের ছুরিকাঘাতে সোহাগী আক্তার (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন তার বাবা।

সোমবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার কায়দা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোহাগী আক্তার কায়দা এলাকার শহীদুল ইসলামের মেয়ে। তিনি সরকারি হাজী জালমামুদ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

অপরদিকে আরিফুল ইসলাম নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, মোবাইলের মাধ্যমে আরিফুল ইসলামের সঙ্গে সোহাগী আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সম্প্রতি তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তারের বাড়ির রান্নাঘরে রাত যাপন করেন আরিফুল। ভোরে সোহাগীর বাবা শহিদুল ইসলাম ঘরের দরজা খুলে বাইরে বের হলে আরিফুল ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। তাকে বাধা দিলে সোহাগী আক্তারকেও ছুরিকাঘাত করেন তিনি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহীদুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। আরিফুলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7085 0
শেরপুরে বাসায় ডেকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষন,আটক ২ https://mstvbd.com/?p=6648 https://mstvbd.com/?p=6648#respond Thu, 31 Mar 2022 13:20:46 +0000 https://mstvbd.com/?p=6648 ...বিস্তারিত পড়ুন]]> শেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে ওই কলেজছাত্রী থানায় মামলা দিলে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়।

গ্রেফতাররা হলেন- নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জোবায়ের হোসেন ও বাসার মালিক লুৎফর রহমান। লুৎফর রহমান শেরপুর পৌরসভার গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

মামলার এজাহারের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ফোন করে ভাড়া বাসায়ে ডেকে নিয়ে যান প্রভাষক জোবায়ের। এসময় তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে ফের ধর্ষণ করেন।

বাসায় ফিরে রাতে পরিবারের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে কলেজ শিক্ষকতে গ্রেফতার করে পুলিশ। পরে ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেফতার করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক জানান, ভিকটিমের ফোন পেয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি আবু রাহাতকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6648 0