শোক সংবাদ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 18 Jan 2023 17:14:02 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png শোক সংবাদ – MS TV https://mstvbd.com 32 32 কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক https://mstvbd.com/?p=7760 https://mstvbd.com/?p=7760#respond Wed, 18 Jan 2023 17:14:02 +0000 https://mstvbd.com/?p=7760 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু ইউসুফ ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি।

বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনাব আবু ইউসুফ ভূঁইয়া, প্রধান শিক্ষক, পৌর উচ্চবিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, আহবায়ক, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক সভাপতি, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক তিন বারের সাধারণ সম্পাদক, মাধ্যমিক শিক্ষক সমিতি কসবা, সাবেক কমিশনার, বাংলাদেশ স্কাউট কসবা উপজেলা শাখা, সাবেক শিক্ষক পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়, সাবেক দুই বারের ম্যানেজিং কমিটির সদস্য পানিয়ারূপ উচ্চ বিদ্যালয়। তিনি কসবা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য ছিলেন।

আজ সন্ধা ৬:১৫ মিনিটে, কুমিল্লা সি,ডি প্যাথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7760 0