সংগঠন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 02 Jan 2022 03:36:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সংগঠন – MS TV https://mstvbd.com 32 32 কসবায় স্বেচ্ছাসেবী সংগঠনের দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা অনুষ্ঠিত https://mstvbd.com/?p=6040 https://mstvbd.com/?p=6040#respond Sun, 02 Jan 2022 03:36:16 +0000 https://mstvbd.com/?p=6040 ...বিস্তারিত পড়ুন]]> কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামের দি-সোস্যাল এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে,বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গেল শুক্র-শনিবার দুই দিন ব্যাপী অনুষ্ঠান মালা অনুষ্টিত হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে,‘সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন,‘ব্যাডমিন্টন ফাইনাল টুর্নামেন্ট,‘বিনা মূল্যে ব্ল্যাড গ্রুপ নির্ণয়,‘শীতাতদের মাঝে শীত বন্ত্র বিতরণ‘সহ মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।’

এ সময় সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য শহীদ মুক্তিযোদ্ধা সন্তান জীবন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা পৌর সভার মেয়র মোঃ গোলাম হাক্কানী।

এছাড়া বিশেষ অতিথি ছিলন,কসবা পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবদুর রউফ,কসবা উপজেলা যুবলীগ সভাপত্বি এম.এ.আজিজ।

এদিকে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শামীমুল হুদা,কাজী মোশাহেদ উল্লাহ,মনির সরকার,আব্দুল্লাহ আল নাসিম প্রমুখ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6040 0