সংঘবদ্ধ ধর্ষণ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 16 May 2022 07:53:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সংঘবদ্ধ ধর্ষণ – MS TV https://mstvbd.com 32 32 খুলনায় দুই বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক ৩ https://mstvbd.com/?p=6872 https://mstvbd.com/?p=6872#respond Mon, 16 May 2022 07:53:49 +0000 https://mstvbd.com/?p=6872 ...বিস্তারিত পড়ুন]]> খুলনায় দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার (১৬ মে) দুপুরে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- নাইম মোড়ল, মোজাহিদুল ইসলাম (২৩) ও আজিজুল মোড়ল (২৪)।

বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. জাহিদুর রহমান জানান, রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন নম্বর আসামি নাইমকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হবে। এ ঘটনায় পুলিশ একজনকে ও র‌্যাব দুজনকে আটক করে।

তিনি আরও বলেন, ধর্ষণের শিকার দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এর পূর্বে গেল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বটিয়াঘাটা উপজেলার ফুলবাড়ি গ্রামে দুই খালাতো বোনকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6872 0