সড়ক দুর্ঘট – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 23 Aug 2022 07:47:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সড়ক দুর্ঘট – MS TV https://mstvbd.com 32 32 দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ https://mstvbd.com/?p=7230 https://mstvbd.com/?p=7230#respond Tue, 23 Aug 2022 07:47:22 +0000 https://mstvbd.com/?p=7230 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস ও ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫টায় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ব্রহ্মচারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাসচালক মো. হাকিম (৩৮) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাসযাত্রী মো. আশিক আলী (২৫)।

পুলিশ জানায়, ফুলবাড়ীর উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের মহাসড়কের ব্রহ্মচারী এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চালক মো. হাকিম ও যাত্রী মো. আশিক আলী মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এ সময় আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম এমএস টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় মরদেহ সুরতহাল শেষে তাদের অত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7230 0