সড়ক দুর্ঘটনা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 07 Dec 2023 12:42:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সড়ক দুর্ঘটনা – MS TV https://mstvbd.com 32 32 নলছিটিতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ https://mstvbd.com/?p=8309 https://mstvbd.com/?p=8309#respond Thu, 07 Dec 2023 12:42:30 +0000 https://mstvbd.com/?p=8309 ...বিস্তারিত পড়ুন]]> ঝালকাঠির নলছিটিতে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বরিশাল টু পটুয়াখালী মহাসড়কের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেপারি পরিবহন নামের একটি বাসের সঙ্গে বাকেরগঞ্জ থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন ও পথে আরও একজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

এ বিষয়টি নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদ আলী নিশ্চিত করে বলেন, আমরা এখন ঘটনাস্থলে রয়েছি। গাড়ি ও মরদেহ আমাদের হেফাজতে রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8309 0
হবিগঞ্জে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ৩ https://mstvbd.com/?p=8100 https://mstvbd.com/?p=8100#respond Sun, 04 Jun 2023 03:01:18 +0000 https://mstvbd.com/?p=8100 হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

 

রোববার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

 

শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি, বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8100 0
দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত https://mstvbd.com/?p=8078 https://mstvbd.com/?p=8078#respond Sun, 28 May 2023 05:58:17 +0000 https://mstvbd.com/?p=8078 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। তাদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রোববার (২৮মে) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শহীদনগর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সকালে শহীদনগর এলাকার এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে ঢাকামুখী সড়কে পেছন থেকে একটি ট্রাক মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। তবে তাৎক্ষণিক নিহতদের নাম জানাতে পারেননি তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের দাউদকান্দি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8078 0
কসবায় সিএনজির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু https://mstvbd.com/?p=7949 https://mstvbd.com/?p=7949#respond Wed, 08 Mar 2023 13:32:06 +0000 https://mstvbd.com/?p=7949 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা টু নয়নপুর সড়কের আকছিনা বট গাছের পূর্ব পাশে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর

 

বুধবার (৮ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়দের দেওয়া তথ্যের বরাতে জানা যায়,
পানাইয়ারপাড় থেকে আসা বিজয় নদীর উপর দৃশ্যমান বাঁশের ব্রিজ পার হয়ে ওই শিক্ষার্থী কসবা টু নয়নপুর সড়কের উঠার সময়, উত্তর থেকে দ্রুতগতিতে আসা ঘাতক সিএনজিটি তাকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়, ওই সময় ঘটনাস্থলেই ওই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়, এ অবস্থায় চালক সিএনজি রেখে দৌড়ে পালিয়ে যায় বলেও জানা গেছে।

নিহত ওই মাদ্রাসা শিক্ষার্থী হলেন কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে সাইমন(১২)। নিহত সাইমন কালিকাপুর নূরানীয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা, ছেলের এমন মর্মান্তিক মৃত্যু দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইমনের মা, এ সময় ওই সিএনজির চালককে দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা।

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,ঘাতক সিএনজিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে, সিএনজির চালককে খুঁজে বের করে খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7949 0
বালিয়াকান্দিতে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল উল্টে শিশু নিহত https://mstvbd.com/?p=7685 https://mstvbd.com/?p=7685#respond Fri, 23 Dec 2022 09:45:03 +0000 https://mstvbd.com/?p=7685 ...বিস্তারিত পড়ুন]]> রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়াতে ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল উল্টে সাঈদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক ইমরান (২০)। তাকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে নারুয়া ইউনিয়নের গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুঘর্টনা ঘটে।

নিহত শিশু সাঈদ বালিয়াকান্দি ইউনিয়নের শালকী গ্রামের বকুলের ছেলে। আহত ইমরান শালকী গ্রামের সাদেক আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী নজরুল খান ও আবু সাঈদ বলেন, বালুবোঝাই করে একটি ট্রাক গাড়াকোলা বাজারের দিকে আসছিল। সেসময় ট্রাকটির পেছনে আসা মোটরসাইকেলটি গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে ওভারটেক করতে গিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই শিশু সাঈদের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক ইমরান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7685 0
রংপুরে ট্রাক অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী ভয়ংকর সংঘর্ষ, নিহত ৫ https://mstvbd.com/?p=7675 https://mstvbd.com/?p=7675#respond Mon, 19 Dec 2022 16:57:31 +0000 https://mstvbd.com/?p=7675 ...বিস্তারিত পড়ুন]]> রংপুরের তারাগঞ্জে ট্রাক, অ্যাম্বুলেন্স ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুর্শা ইউনিয়নের নেংটিছিড়া ব্রিজ এলাকার রংপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজন ঘটনাস্থলে এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তারা হলেন সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান এবং হাবিবুল্লা। হাসপাতালে নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

রংপুর জেলা পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের নেংটিছেড়া ব্রিজের কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।

তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী আনিস জানান, ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7675 0
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৪ https://mstvbd.com/?p=7541 https://mstvbd.com/?p=7541#respond Sun, 06 Nov 2022 08:39:32 +0000 https://mstvbd.com/?p=7541 ...বিস্তারিত পড়ুন]]> ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় চারজনের মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার সময় উপজেলার মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেরিনা আক্তার (৩২), জুনায়েদ শেখ (৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুর রউফ হাওলাদার (৫০)।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম এমএস টিভি বলেন, সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। অন্য দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7541 0
কুমিল্লা দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার উল্টে নিহত ১ https://mstvbd.com/?p=7404 https://mstvbd.com/?p=7404#respond Tue, 27 Sep 2022 06:34:10 +0000 https://mstvbd.com/?p=7404 ...বিস্তারিত পড়ুন]]> কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার উল্টে মোহাম্মদ হাকিম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের ছঘুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম গণমাধ্যমিকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত হাকিম হলেন কিশোরগঞ্জের তাড়াইল থানার বাসিন্দা। তিনি পপুলার রাইস মিলের শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে নজরুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারের ছঘুরা এলাকায় একটি ট্রাক একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই প্রাইভেটকার সড়কের পাশের একটি গাছে ধাক্কা খেয়ে পথচারী হাকিমকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পরে স্থানীয় বাসিন্দারা গাড়ির ভেতরে থাকা চালক, তার স্ত্রী ও মেয়েকে উদ্ধার করেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহত মোহাম্মদ হাকিমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নজরুল ইসলাম জানান।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7404 0
শেরপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো বাবা ছেলের https://mstvbd.com/?p=7227 https://mstvbd.com/?p=7227#respond Tue, 23 Aug 2022 07:37:37 +0000 https://mstvbd.com/?p=7227 ...বিস্তারিত পড়ুন]]> শেরপুরের নকলায় স্কুলে যাওয়ার পথে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হানিফ উদ্দিন নকলা পৌরসভাধীন কলাপাড়া এলাকার বাসিন্দা ও তার ছেলে পিয়াস রইস উদ্দিন একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বাড়ি থেকে বাইসাইকেলের পেছনে বসিয়ে হানিফ তার ছেলে পিয়াসকে স্কুলে পৌঁছে দিতে আসে। সকাল পৌনে ৮টার দিকে শহরের হাসপাতাল রোড দিয়ে আসার সময় পেছন থেকে আসা মালবাহী ট্রাক (ঢাকা মেট্রে ট-২৪-৭১৩০) চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হানিফ উদ্দিন। এ সময় বাইসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত অবস্থায় পিয়াসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান এমএস টিভিকে বলেন, সকাল পৌনে ৮টার দিতে নকলা হাসপাতাল রোডে একটি দুর্ঘটনা ঘটে। এতে হানিফ নামের একজন ঘটনাস্থলেই মারা যান ও তার ছেলে পিয়াস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ঘাতক ট্রাকটি থানায় আটক আছে। চালক পলাতক। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7227 0
পিকআপের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নিহত https://mstvbd.com/?p=7095 https://mstvbd.com/?p=7095#respond Mon, 04 Jul 2022 08:54:46 +0000 https://mstvbd.com/?p=7095 ...বিস্তারিত পড়ুন]]> নাটোরের সিংড়ায় পিকআপের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌগ্রাম মুচি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল আজিজ (৩৫) ও আব্দুল কুদ্দুস (৪২)। আব্দুল আজিজ সিংড়ার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে ও আব্দুল কুদ্দুস পাটুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি এমএস টিভিকে, বগুড়াগামী পণ্যবোঝাই একটি পিকআপ চৌগ্রাম মুচি পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইজিবাইকচালক আব্দুল আজিজ মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুল কুদ্দুসের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে তিনি মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7095 0