সম্মেলন – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 24 Dec 2022 14:39:14 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সম্মেলন – MS TV https://mstvbd.com 32 32 হাসিনা-কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা https://mstvbd.com/?p=7696 https://mstvbd.com/?p=7696#respond Sat, 24 Dec 2022 14:39:14 +0000 https://mstvbd.com/?p=7696 ...বিস্তারিত পড়ুন]]> আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা দশমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন। ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

বিজ্ঞাপন

ভোটে পাস হওয়ার পর পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। পরে বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন

সভাপতিমণ্ডলীর সদস্য 

১.বেগম মতিয়া চৌধুরী এমপি
২.শেখ ফজলুল করিম সেলিম এমপি
৩.কাজী জাফর উল্লাহ
৪.ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি
৫.পীযুষ কান্তি ভট্টাচার্য্য
৬.মোস্তফা জালাল মহিউদ্দিন
৭.ড. মো. আব্দুর রাজ্জাক এমপি
৮.লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি
৯.শাজাহান খান এমপি
১০.জাহাঙ্গীর কবির নানক
১১.আব্দুর রহমান
১২.এএইচএম খায়রুজ্জামান লিটন
১৩.মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
১৪.অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি
১৫.সিমিন হোসেন রিমি

যুগ্ম-সাধারণ সম্পাদক

১.মাহবুবউল আলম হানিফ এমপি
২.ডা. দীপু মনি এমপি
৩.ড. হাছান মাহমুদ এমপি
৪.আ ফ ম বাহাউদ্দিন নাছিম

কোষাধ্যক্ষ

এইচ এন আশিকুর রহমান এমপি

অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক
ওয়াসিকা আয়শা খান এমপি

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক
ড. শাম্মী আহমেদ

আইন বিষয়ক সম্পাদক

অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু

কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক
ফরিদুন্নাহার লাইলী

তথ্য ও গবেষণা সম্পাদক
ড. সেলিম মাহমুদ

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক
আমিনুল ইসলাম

দপ্তর সম্পাদক
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

ধর্ম বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা

প্রচার ও প্রকাশনা সম্পাদক
ড. আবদুস সোবহান গোলাপ এমপি

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক
দেলোয়ার হোসেন

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর

মহিলা বিষয়ক সম্পাদক
জাহানারা বেগম

মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক
শামসুন নাহার চাঁপা

শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক
মো. সিদ্দিকুর রহমান

সংস্কৃতি বিষয়ক সম্পাদক
অসীম কুমার উকিল এমপি

স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক
ডা. রোকেয়া সুলতানা

সাংগঠনিক সম্পাদক
আহমদ হোসেন
বিএম মোজাম্মেল হক
আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
এস এম কামাল হোসেন
মির্জা আজম এমপি
অ্যাডভোকেট আফজাল হোসেন
শফিউল আলম চৌধুরী নাদেল
সুজিত রায় নন্দী

উপ-দপ্তর সম্পাদক
সায়েম খান

সদস্য
সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে। 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7696 0
সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে এখনো নেতাকর্মীদের দীর্ঘ সারি https://mstvbd.com/?p=7693 https://mstvbd.com/?p=7693#respond Sat, 24 Dec 2022 06:24:50 +0000 https://mstvbd.com/?p=7693 ...বিস্তারিত পড়ুন]]> শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন উদ্বোধন করা হয়। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে নেতাকর্মীদের দীর্ঘ লাইন দেখা গেছে। সম্মেলনে ঢুকতে হাজারো নেতাকর্মী লাইনে অপেক্ষা করছেন।

শনিবার (২৫ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, সম্মেলন উদ্বোধনের পরও জাতীয় তিন নেতার মাজার, রমনা কালীমন্দির, টিএসসি ফটকে হাজারো নেতাকর্মী সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। এসব ফটক দিয়ে ধাক্কাধাক্কি করে সম্মেলন স্থলে ঢুকছেন দলীয় নেতাকর্মীরা। তবে এখনো যত নেতাকর্মী বাইরে অপেক্ষা করছেন, সম্মেলনস্থলে ঢুকতে তাদের আরও অন্তত আধাঘণ্টা অপেক্ষা করা লাগতে পারে বলে মনে করছেন ফটকগুলোতে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে প্রায় ৭ হাজার কাউন্সিলর এবং লাখোধিক নেতাকর্মী অংশ নিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তারা জানান, সম্মেলনে প্রবেশের জন্য সকাল ৭টায় সম্মেলনে ঢোকার গেট খুলে দেওয়া হয়। তবে শুরুতে তেমন চাপ ছিল না। সকাল সাড়ে নয়টার পর অধিকাংশ নেতাকর্মী এক সঙ্গে ঢোকার চেষ্টা করেন। তখনই জটলার সৃষ্টি হয়। তবে সবাই যেন শৃঙ্খলার সঙ্গে সম্মেলনস্থলে ঢুকতে পারেন, সেজন্য পুলিশ তৎপর রয়েছে।

সিরাজগঞ্জ থেকে সম্মেলনে অংশ নিতে এসেছেন আবু তাহের। সকাল নয়টায় টিএসসি ফটকে আসেন তিনি। কিন্তু এই ফটকে বেশি চাপ থাকায় রমনা কালীমন্দিরের ফটকে যান। সেখানে গিয়েও অন্তত ২০০ জনের পেছনে লাইনে দাঁড়ান। আলাপকালে আবু তাহের বলেন, সারা দেশ থেকেই সম্মেলনে নেতাকর্মীরা আসছেন। দীর্ঘ লাইনে দাঁড়ালেও সবার মধ্যে উৎসাহ কাজ করছে। সবাই দলীয় শ্লোগান দিচ্ছেন। এখন দেরি হলেও সম্মেলনে ঢুকবেন বলে জানান তিনি।

পটুয়াখালী থেকে শুক্রবার রাতের লঞ্চে ঢাকা আসছেন জেলা আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মী। এর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রটোকলে আগে সম্মেলনে ঢুকে গেছেন। কিন্তু তার সঙ্গে থাকা বাকিরা সকাল ১০টা পর্যন্ত বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব বলেন, সকালে লঞ্চ থেকে নেমেই সবাই সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় চলে এসেছি। নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ কাজ করছে বলে জানান তিনি।

রমনা কালীমন্দির ফটকে দায়িত্বরত পুলিশের এসআই মাহফুজ আলম বলেন, সবাই সিরিয়াল অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকছেন। কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। একটু দেরি হলেও সবাই সম্মেলনে ঢুকতে পারবেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7693 0
কসবায় সাধারণ সম্পাদক পদে জনপ্রিয়তার শীর্ষে জীবন https://mstvbd.com/?p=6810 https://mstvbd.com/?p=6810#respond Thu, 05 May 2022 04:31:50 +0000 https://mstvbd.com/?p=6810 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলতি মাসের ১৪ মে দীর্ঘ প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে, উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সর্বস্তরে নেতৃবৃন্দর মাঝে।

গেল বুধবার (৪মে) সকাল সাড়ে ১১ টার প্রায় কয়েক’শ মোটরসাইকেল নিয়ে কখনো বৃষ্টিতে ভিজে কখনো আবার রোদে পুড়ে বিশাল মোটরসাইকেল শোডাউন করে গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

কসবা পৌর এলাকার টি আলী বাড়ীর মোড় থেকে এ শোডাউন ও গণসংযোগের যাত্রা শুরু, এরপর
খাড়েরা,কুটি,মেহারি,মূলগ্ৰাম,বাদৈর, বিনাউটি, ও গোপীনাথপুর ইউনিয়নের ঘুরে সন্ধ্যায় কসবা পৌর এলাকার সুপার মার্কেটে এসে শেষ হয় গণসংযোগ । এ মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর সাড়ে ৩শ মোটরসাইকেলে করে প্রায় সাড়ে ৭শ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদস্য ও কসবা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য স্লোগান মাস্টার আবির মোহাম্মদ সোহাগ।

এদিকে এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আইনমন্ত্রী আনিসুল হক এমপি সভাপতি পদে একক প্রার্থী ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন একাধিক প্রার্থী।

সাধারণ সম্পাদক পদে যেই কয়জন প্রার্থী,এর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। কারণ ইতিমধ্যে বেশ কয়েকটি ইউনিয়ন আওয়ামী লীগ তাদের পূর্ণ সমর্থন তাকে প্রদান করেছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6810 0
আগামী ডিসেম্বরে আ’লীগের সম্মেলন: জানিয়েছেন কাদের https://mstvbd.com/?p=6666 https://mstvbd.com/?p=6666#respond Sat, 02 Apr 2022 08:25:54 +0000 https://mstvbd.com/?p=6666 ...বিস্তারিত পড়ুন]]> আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২ এপ্রিল) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের লক্ষ্যে আওয়ামী লীগের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে সদস্যসংগ্রহ বই বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণ এখন বুঝে গেছে বিএনপির আন্দোলনের ডাক দূরভিসন্ধিমূলক ফাঁকা আওয়াজ, যা মিথ্যাবাদী রাখাল ও বাঘের শিশুতোষ গল্পের কাহিনী ছাড়া আর কিছু নয়।

বিএনপির আন্দোলনের নেতা কে জানতে চাওয়ায় আওয়ামী লীগ নাকি জনগণকে বিভ্রান্ত করছে- বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন এই প্রশ্ন আওয়ামী লীগের নয়, এ প্রশ্ন জনগণের। জনগণই জানতে চেয়েছে বিএনপির আন্দোলনের নেতা কে?

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের প্রশ্ন রেখে বলেন-বিএনপি যে কথায় কথায় গণ-অভ্যুত্থানের স্বপ্ন দেখে তাতে বিএনপির কে নেতৃত্ব দেবে?

তিনি আরও বলেন, বিএনপি যাকে আন্দোলনের নেতা বলছে সে তো দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে লন্ডনে পালিয়েছে। জনগণ সেই ব্যক্তিকে ফিরিয়ে আনতে কেন গণঅভ্যুত্থান করবে?

মিথ্যাচার আর বিভ্রান্তি সৃষ্টি না করে জনগণের কাছে প্রকৃত সত্য তুলে ধরতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এক যুগেরও বেশি সময় ধরে আন্দোলন ও নির্বাচনের ব্যর্থতা থেকেও বিএনপি শিক্ষা নিতে পারেনি?

বিএনপি একেক সময় একেক কথা বলে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনো নিরপেক্ষ সরকার,কখনো নির্বাচনকালীন সরকার এখন আবার বিএনপি নেতাদের জাতীয় সরকারের ভূত মাথায় ঢুকেছে, আসলে বিএনপি কী চায় তা নিজেরাও জানে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, এদিক-ওদিক না ঘুরে নির্বাচনের প্রস্তুতি নিন, অনেক ষড়যন্ত্র করেও গত এক যুগেরও বেশি সময় ধরে কোনো লাভ হয়নি। বাকি সময়েও লাভ হওয়ার সম্ভাবনা নেই।

সময় ও স্রোত যেমন কারে জন্য অপেক্ষা করে না তেমনই নির্বাচনও বিএনপির জন্য অপেক্ষা করবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও একইভাবে যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা গড়তে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দরকার সুশৃঙ্খল, সুসংগঠিত আওয়ামী লীগ, এমনটা জানিয়ে ওবায়দুল কাদের দলের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সুশৃঙ্খল আওয়ামী লীগ গড়ে তুলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও মজবুত করি।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এজন্য সারাদেশে দলে কোন্দল-কলহ দূর করতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক ইউনিটগুলোর মাঝে সদস্য সংগ্রহ বই বিতরণ করা হয়, এতেই প্রমাণিত হয় আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক সংগঠন যাদের দলের অভ্যন্তরে গণতান্ত্রিক কার্যক্রম বিদ্যমান বলে জানান ওবায়দুল কাদের।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন এবং ২০২৩-২৪ সালে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ লক্ষ্যে দলকে এখন থেকেই আরও সুসংগঠিত ও স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি ও ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া উপজেলা জেলা আওয়ামী লীগের নেতারা।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6666 0