সাংবাদিক – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 14 Apr 2025 13:39:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সাংবাদিক – MS TV https://mstvbd.com 32 32 কসবায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ক্যামেরা ভাংচুর https://mstvbd.com/?p=8533 https://mstvbd.com/?p=8533#respond Mon, 14 Apr 2025 13:34:46 +0000 https://mstvbd.com/?p=8533 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়েছে।

গত রোববার (১৩ মার্চ) বিকালে উপজেলার গোপীনাথপুর বাজারের নিজাম মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ।

হামলায় আহত সাংবাদিক লিয়াকত মাসুদ দৈনিক কালবেলার কসবা উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি এবং উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত মুর্শিদ খানের ছেলে।

হামলাকারীরা হলেন- উপজেলার গোপীনাথপুর মাস্টার পাড়া খাবার মোড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম, হাজী আব্দুল ছাত্তারের ছেলে জহির খান সর্দার এবং হোসেন মিয়া সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিয়াকত মাসুদ।

জানা যায়, লিয়াকত মাসুদ পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম, হোসেন মিয়া ও জহির খান সর্দার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লিয়াকত মাসুদের সাংবাদিকতার কার্ড গলা থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ক্যামেরা ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। মারধর করার জন্য তেড়ে আসে। সাংবাদিকতার কার্ড গলা থেকে খুলে জায়গা ত্যাগ করার হুমকী দেয়। প্রতিবাদ করলে লিয়াকত মাসুদের ওপর তারা আক্রমণ করে হত্যার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মোঃ নুরুল্লা ভূইয়া বলেন, “আমি আমার বোনের শশুড়-শাশুড়ী, ননদ এর বিষয়ে কসবা থানায় অভিযোগ দিলে দ্বীন ইসলাম বিষয়টি সমাধান করে দিবে বলে গোপীনাথপুরে একটি সভার আয়োজন করে। আমার বোনকে দ্বীন ইসলামের শালার নিকট প্রতারনা ও মিথ্যা কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। দ্বীন ইসলামের শালা হোসাইন মাদক দ্রব্য সেবনকারী, বর্তমানে প্রবাসে আছে। দ্বীন ইসলাম ও তার পক্ষের লোকজনের কথার প্রতিবাদ করা মাত্র সাংবাদিক লিয়াকত মাসুদ এর বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

সাংবাদিক লিয়াকত মাসুদের মোবাইল ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দ্বীন ইসলাম মুঠোফোনে কালবেলাকে বলেন, “ওর সাথে যে কথা কাটাকাটি হইছে, ব্যাগটি হাতে নিয়ে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়নি। বিষয়টি নিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে বুক মিলিয়ে দেয়া হইছে। ভাংচুরের যে বিষয়টা এটা মিথ্যা কথা বলছে। বিবাহের বিষয় নিয়ে পারিবারিকভাবে মিটিং এ সর্দার মাতব্বর যারা উপস্থিত ছিল তারা কথাবার্তা বলছে। এটার ফিনিশিং তারা দিবে, কথাবার্তা বলবে।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “কালবেলার সাংবাদিক লিয়াকত মাসুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8533 0
কসবা প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন https://mstvbd.com/?p=8322 https://mstvbd.com/?p=8322#respond Wed, 27 Dec 2023 04:38:16 +0000 https://mstvbd.com/?p=8322 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপনের সঞ্চালনায় ও সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান, পৌর প্যানেল মেয়র আবু জাহের, কসবা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠন সম্পাদক লোকমান হোসেন পলা প্রমুখ।

এ সময় বক্তারা কসবা প্রেসক্লাবের সভাপতি সুলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংশ্লিষ্টদের কাছে। উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8322 0
দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে মারধর, আটক ৩ https://mstvbd.com/?p=7166 https://mstvbd.com/?p=7166#respond Tue, 09 Aug 2022 16:37:28 +0000 https://mstvbd.com/?p=7166 ...বিস্তারিত পড়ুন]]> রাজধানীর কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরাপারসন সাজু মিয়া হামলা ও মারধরের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় ক্যামেরা ভাঙচুর করা হয়। মোবাইল ও গাড়ির চাবি ছিনিয়ে নেওয়াসহ প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখা হয়।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, কামরাঙ্গীরচরে এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে দুজন সাংবাদিক সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা করা হয়। এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে মিলন নামে এক এসআই তাদের মারধর করেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে মিসবাহ ও সাজুকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের মালিক এম এইচ ওসমানীসহ তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া সাংবাদিকদের মারধরের অভিযোগে কামরাঙ্গীরচর থানার এসআই মিলন হোসেনকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7166 0