সাংবাদিক হত্যা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 18 Jun 2023 09:48:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সাংবাদিক হত্যা – MS TV https://mstvbd.com 32 32 কসবায় সাংবাদিক নাদিম হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন https://mstvbd.com/?p=8138 https://mstvbd.com/?p=8138#respond Sun, 18 Jun 2023 09:48:27 +0000 https://mstvbd.com/?p=8138 ...বিস্তারিত পড়ুন]]> জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ জুন) সকালে কসবা থানা প্রেসক্লাবের প্রধান কার্যলয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভের সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় কসবা থানা প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যেগে মানববন্ধনে প্রেসক্লাবের ও বিএমএসএফ এর সভাপতি মোবারক হোসেন চৌধুরীর (নাছির) সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন কসবা প্রতিনিধি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সজল আহম্মদ ।

এছাড়াও জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন কসবা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যাশা টিভি’র সম্পাদক মোহাম্মদ রাসেল মিয়া, সহ- সভাপতি স্টাফ রিপোর্টার অন্যায়ের চিত্র সাংবাদিক মোস্তফা, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, অব:প্রাপ্ত আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজুরুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক হাসান, মানবাধিকার কর্মী সোহাগী আক্তার, কার্যকরী সদস্য হাসিব সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8138 0