সাপের বিষ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 25 Apr 2022 12:53:43 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সাপের বিষ – MS TV https://mstvbd.com 32 32 ময়মনসিংহে দেড় কেজি সাপের বিষসহ আটক ৫ https://mstvbd.com/?p=6780 https://mstvbd.com/?p=6780#respond Mon, 25 Apr 2022 12:53:43 +0000 https://mstvbd.com/?p=6780 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহে ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৫ এপ্রিল) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতাররা হলেন-তারাকান্দা উপজেলার মৃত আ. কাদের ভূইয়ার ছেলে খোরশিদ আলম ভূইয়া (৪৫), মৃত আ. মজিদের ছেলে আ. গফুর (৬১), আহাম্মদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫০), রফিক মিয়ার ছেলে তরিকুল ইসলাম (১৯) ও আ. রশিদের ছেলে রউফ মিয়া (৩৫)।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদালত পরিদর্শক প্রসুন কান্তি দাস এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন।

জব্দ সাপের বিষের মূল্য ৮ কোটি ১৪ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৪ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলার টিউকান্দা চৌরাস্তা জালাল অ্যান্ড সন্স নামের দোকানে অভিযান চালায় র‌্যাব। অভিযানে পাঁচজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৮ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়।

র‌্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মাসুরা আক্তার জাগো নিউজকে বলেন, আটকদের কাছ থেকে ১ কেজি ৫৯২ গ্রাম কোবরা সাপের বিষ জব্দ করা হয়। এগুলোর দাম ৮ কোটি ১৪ লাখ টাকা।

এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এমএস টিভিকে বলেন, সাপের বিষ জব্দের ঘটনায় র‌্যাব-১৪-এর ওয়ারেন্ট অফিসার ছানেয়ার বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যম জেলহাজতে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6780 0