সাম্প্রদায়িক সম্প্রীতি – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 03 Oct 2022 12:38:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সাম্প্রদায়িক সম্প্রীতি – MS TV https://mstvbd.com 32 32 প্রধানমন্ত্রী এই দেশকে ধর্মনিরপেক্ষ হিসাবে রক্ষা ও প্রতিষ্ঠিত করে যাবেন: আইনমন্ত্রী https://mstvbd.com/?p=7433 https://mstvbd.com/?p=7433#respond Mon, 03 Oct 2022 12:38:49 +0000 https://mstvbd.com/?p=7433 ...বিস্তারিত পড়ুন]]> মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসাবে রক্ষা ও প্রতিষ্ঠিত করে যাবেন, এই ব্যাপারে কোন দ্বিমত নাই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা শ্রী শ্রী গোবিন্দ জিউর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী,আমরা সেই সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবো,সেই ব্যাপারে বদ্ধপরিকর, আপনারা নির্বিঘ্নে উৎসবমুখর ভাবে পূজা পালন করবেন,ধর্ম যার যার উৎসব সবার। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। এরপর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন আইনমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম,পৌর মেয়র এমজি হাক্কানী প্রমুখ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7433 0