সালদা নদী – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Fri, 03 Mar 2023 13:19:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সালদা নদী – MS TV https://mstvbd.com 32 32 কসবায় ইউনিয়ন পরিষদের সামনে গবাদি পশুর পচা গলা মৃতদেহ ভাসছে https://mstvbd.com/?p=7913 https://mstvbd.com/?p=7913#respond Fri, 03 Mar 2023 13:19:18 +0000 https://mstvbd.com/?p=7913 ...বিস্তারিত পড়ুন]]>

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সামনে সালদা নদীর পানিতে ভেসে রয়েছে মৃত গবাদি পশু। পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে। পানি ও বাতাসের দূষিত গন্ধে দুর্বিষহ করে তুলেছে স্থানীয়দের।

শুক্রবার( ৩ মার্চ) বিকালে সরজমিনে গিয়ে দেখা যায়, বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাকের ডগায় সালদা নদীর তীরে গবাদি পশুর অর্ধ গলিত মৃতদেহ পরে রয়েছে, এটি এখান থেকে সরানো বা মাটিতে পুঁতে দেয়ার মত যেন কেউ নেই। ফলে গবাদিপশুর মৃতদেহ পচে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছু এক স্থানীয় বাসিন্দা এমএস টিভিকে জানান, গেল বেশ কয়েকদিন যাবত এ গবাদি পশুর মৃতদেহটি এখানে আটকা পড়ে পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্লাল হোসেন বলেন, কেউ এ বিষয়ে আমাকে জানায়নি,এখন আপনার থেকে জানলাম,আমি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7913 0
কসবায় সালদার তীরে বজ্রপাতে নিহত ১ https://mstvbd.com/?p=6969 https://mstvbd.com/?p=6969#respond Tue, 07 Jun 2022 13:06:46 +0000 https://mstvbd.com/?p=6969 ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শ্যামপুর গ্রামে নুরুল ইসলাম (৫৫) নামক এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বিকালে মাঠে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে ওই ব্যক্তি তাৎক্ষণিক নিহত হয়।

নিহতের পরিবারে সূত্রের জানা যায়, প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় শ্যামপুর গ্রামের সালদা নদীর তীরে একটি জমিতে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে নুরুল ইসলামের মৃত্যু হয়, এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6969 0
কসবায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকের মাথায় হাত https://mstvbd.com/?p=5684 https://mstvbd.com/?p=5684#respond Tue, 07 Dec 2021 08:45:16 +0000 https://mstvbd.com/?p=5684 ...বিস্তারিত পড়ুন]]> ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ফের মাথায় হাত পড়ল ব্রাহ্মণবাড়িয়ার কসবার কৃষকদের। টানা প্রায় চারদিনের বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে।

নষ্ট হয়েছে পাকা আমন ধান,বোরো বীজতলা, আলু, ফুলকপি,বাঁধাকপি, মুলা,পেঁয়াজ,শসাসহ শীতকালীন ফসল।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ছাতা হাতে নিয়ে সালদার তীরের একটি দোকানে বসে চায়ে চুমুক দিচ্ছেন কবি বেলাল হোসেন ভূঁইয়া লিটন। এসময় তিনি এমএসটিভি ও mstvbd.com কে জানান,প্রায় চারদিনের ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে আমার তিনটি পুকুরের মাছ বেরিয়ে গেছে, ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে আমি পড়েছি, এসময় তিনি আরো বলেন শুধু আমি নয় বায়েক ইউনিয়নের প্রায় সকল চাষিরাই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ভারী বর্ষণে আর পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে সালদা নদীর পানি, ডুবে গিয়েছে অসংখ্য পাকা ধানের জমি,পানির নিচে চলে গেছে প্রায় সব বোরো বীজতলা, ফলে কৃষকের মাথায় হাত।

বায়েক ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া বলেন,কৃষকদের ক্ষয়ক্ষতির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে কথা হয় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সঙ্গে, তিনি জানান, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে কৃষকদের সহায়তা প্রদান করা হবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5684 0