সীমান্ত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Wed, 07 Feb 2024 08:36:18 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সীমান্ত – MS TV https://mstvbd.com 32 32 মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ৬৩ জন https://mstvbd.com/?p=8400 https://mstvbd.com/?p=8400#respond Wed, 07 Feb 2024 08:36:18 +0000 https://mstvbd.com/?p=8400 ...বিস্তারিত পড়ুন]]> মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে বিদ্রোহীদের কাছে টিকতে না পেরে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছেন আরও ৬৩ জন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্য, সেনা সদস্য, পুলিশ সদস্য, ইমিগ্রেশন সদস্য ও বেসামরিক নাগরিক। এ নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২৭ জনে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, যারা অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপিসহ অন্যান্য ৩২৭ সদস্যকে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিজিবি। নতুন করে আরও এসেছে ৬৩ জন। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দেশের স্বার্থে সীমান্তে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বিজিবি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8400 0
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক https://mstvbd.com/?p=8277 https://mstvbd.com/?p=8277#respond Wed, 15 Nov 2023 13:00:30 +0000 https://mstvbd.com/?p=8277 ...বিস্তারিত পড়ুন]]> কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে মো. আশরাফুল আলম (২৫) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল আলম ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে। তিনি সুপারি ব্যবসা করতেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন পূর্ব ভোট সীমান্ত দিয়ে অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন। পরে বিএসএফের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে ২টার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাতেমা জানান, ছোররা গুলির আঘাতে অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি চলে গেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিএসএফের ছোড়াগুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন।

লালমনিরহাট ১৫ বিজিবির লে. কর্নেল আহমেদ বজলুর রহমান জানান, সীমান্তে রাবার বুলেটে একজন আহত হয়েছেন বিষয়টি শুনেছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8277 0
কসবার সীমান্ত দিয়ে বিশেষ কায়দায় অবৈধ গরু ঢুকচ্ছে দেশে https://mstvbd.com/?p=8088 https://mstvbd.com/?p=8088#respond Sat, 03 Jun 2023 09:32:56 +0000 https://mstvbd.com/?p=8088 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা গ্ৰামের চৌধুরী ডেইরি ফার্মের আদলে ও বিশেষ কায়দায় শত শত ভারতীয় অবৈধ গরু দেশে ঢুকাচ্ছে হানিফ চৌধুরী নামক এক চোরাকারবারি।

 

শনিবার (৩ জুন) দুপুরে স্থানীয়দের বরাত দিয়ে এমনটাই জানা গেছে। ফলে চরম লোকসানে পড়েছে স্থানীয় গরুর খামারিরা।

বিদ্যানগর (অষ্টজঙ্গল) গ্রামের আনিশা ডেইরি ফার্মের পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন, গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু পালনে খরচ বেশি হচ্ছে। এরমধ্যে যদি খাদলা গ্রামের হানিফ চৌধুরী এভাবে প্রতিনিয়ত ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করায় তাহলে আমাদের মত খামারিদের লোকসানে শেষ নেই। এ অবস্থায় সীমান্ত পথে গরু আসা বন্ধে কঠিন নজরদারি ও সরকারের আন্তরিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এ খামারি।

 

এ সময় একই এলাকার মোরশেদ আলম জানান, বিভিন্ন প্রভাবশালী মহল ও প্রশাসনের নাম ভাঙ্গিয়ে প্রতি রাতে পাঁচ থেকে ছয়টি পিকআপ বুঝাই করে ২৫ থেকে ৩০ টি ভারতীয় অবৈধ গরু দেশে ঢুকাচ্ছে হানিফ চৌধুরী ও তার সিন্ডিকেট।

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে চৌধুরী ডেইরি ফার্মের পরিচালক হানিফ চৌধুরী বলেন, আমি এসব করি না, আমি প্রবাসে চলে যাব দোয়া কইরেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে,সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক হাসান উল্লাহ পিএসসি এম এস টিভিকে জানান,সীমান্তে যে কোন চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধপরিকর,পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে সীমান্তে টহল জোরদার করা হচ্ছে, খুব শীঘ্রই এসব চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8088 0
২৮২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি https://mstvbd.com/?p=8084 https://mstvbd.com/?p=8084#respond Fri, 02 Jun 2023 08:17:57 +0000 https://mstvbd.com/?p=8084 ...বিস্তারিত পড়ুন]]> চলতি বছরের গেল মে মাসে ২৮২ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য ও অস্ত্র এবং গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থান থেকে এসব জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি এসব চোরাচালানে জড়িতদের আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এমএস টিভিকে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

শুক্রবার (২ জুন) দুপুরে এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

এ সময় তিনি জানান, জব্দ করা চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ২০ কেজি ৫৬৯ গ্রাম সোনা, ৮৮ কেজি ৬৯৪ গ্রাম রুপা, এক লাখ ৫১ হাজার ৬৪৫টি কসমেটিক্স সামগ্রী, দুই হাজার ৭৬৬টি ইমিটেশন গহনা, ২১ হাজার ৪৮১টি শাড়ি, এক হাজার ২৭৫টি থ্রিপিস/ শার্টপিস/ চাদর/ কম্বল, ৩ হাজার ৯১১টি তৈরি পোশাক।

এছাড়াও এক হাজার ৯২৪ ঘনফুট কাঠ, ৬ হাজার ৬৬ কেজি চা পাতা, এক লাখ ১৬ হাজার ৪৩০ কেজি কয়লা, ২ হাজার ৫৯ কেজি কারেন্ট/সুতার জাল, এক লাখ ৬৫ হাজার ৮৯৩ ঘনফুট পাথর, ১০টি ট্রাক/কাভার্ডভ্যান, ১১টি পিকআপ, ৫টি প্রাইভেটকার, ২৫টি সিএনজি/ ইজিবাইক এবং ১১৬টি মোটরসাইকেল জব্দ করা হয়।

 

তিনি আরও জানান, জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে- ৮টি পিস্তল, ৮টি ম্যাগজিন, ৭টি গান, ১০০ কেজি সালফার, ৪টি বিস্ফোরক স্টিক, ৭টি ডেটোনেটর এবং ৪০ রাউন্ড গুলি।

এ ছাড়াও গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১৯ লাখ ৫৫ হাজার ২১০ পিস ইয়াবা, ২৮ কেজি ৭১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ২৭ কেজি ৮৬০ গ্রাম হেরোইন, ২২ হাজার ৬১৪ বোতল ফেনসিডিল, ২৩ হাজার ৬৮২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৭ ক্যান বিয়ার, ২ হাজার ৫৬৭ কেজি গাঁজা, এক লাখ ৭৫ হাজার ৬৩২ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩৯ হাজার ৫২০টি নেশাজাতীয় ইনজেকশন, ২ হাজার ৪৪৭টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ৬৬১টি সিরাপ, ৬৯৮ বোতল এমকেডিল/ কফিডিল, ১৭ লাখ ৭৬ হাজার ৯৪১ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ২ কেজি ৪৪৫ গ্রাম কোকেন এবং এক লাখ ৬০ হাজার ১৬৮টি অন্যান্য ট্যাবলেট।

 

মো. শরীফুল ইসলাম আরো বলেন, সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২০ জনকে আটক করা হয়। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩১ বাংলাদেশি, ৪ ভারতীয় এবং ২৮ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8084 0
কসবায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার https://mstvbd.com/?p=7731 https://mstvbd.com/?p=7731#respond Mon, 09 Jan 2023 08:47:35 +0000 https://mstvbd.com/?p=7731 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে বলে জানা গেছে।

‘সোমবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘীরপাড় এলাকায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়’।

জানা যায়,‘সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২৬৮ বোতল বিদেশী মদ ও ২৪টি ক্যান বিয়ার উদ্ধার করেন’।‘যার সিজার মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা’।

‘ওই সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘন কুয়াশার আড়ালে উদ্ধারকিত মাদকদ্রব্য ঝোপঝাড়ে ফেলে পালিয়ে যায়’।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পি এস সি, এম এসটিভিকে জানান,‘সীমান্তে যেকোনো মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্তরক্ষীরা বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উদ্ধুদ্ধ হয়ে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান’।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7731 0
পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই প্রস্তুত: মায়ানমার ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী https://mstvbd.com/?p=7385 https://mstvbd.com/?p=7385#respond Wed, 21 Sep 2022 14:45:47 +0000 https://mstvbd.com/?p=7385 ...বিস্তারিত পড়ুন]]> মিয়ানমার থেকে বাংলাদেশের ভূখণ্ডে বারবার মর্টারের গোলা পড়ার ঘটনার প্রেক্ষাপটে একটি উচ্চ পর্যায়ের বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা কাউকে কাউন্ট করি না,যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীসহ সবাই সবসময় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলছন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৈঠকে সেনা, বিমান ও নৌবাহিনীর প্রধান ছাড়াও বিজিবি, কোস্ট গার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী দেশে নেই। আমরা একটা পরিস্থিতি দেখছি, মিয়ানমারের সেনাবাহিনী আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে। সেই যুদ্ধের গোলাবারুদ সীমান্ত পেরিয়ে আমাদের দেশে এসে পড়ছে।

এতে হতাহতের ঘটনা ঘটছে জানিয়ে তিনি বলেন, আমাদের জনগণ আতঙ্কিত হয়ে রয়েছে যে, কী ঘটছে। সেজন্য আজ আমরা সভাটি করেছি।

মন্ত্রী বলেন, সভা শেষে আমরা এ সিদ্ধান্তে এসেছি যে, আমাদের জাতীয় পলিসি যেটা- সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। আমরা সেখানে যুদ্ধকে কখনোই উৎসাহিত করি না। যুদ্ধের মতো পরিস্থিতিও আমাদের এখানে আসেনি।

‘মিয়ানমার তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যুক্ত। জোর করে রোহিঙ্গাদের আমাদের দেশে পাঠানো ছাড়া তাদের সঙ্গে আর কোনো বৈরী আচরণ নেই।

আসাদুজ্জামান খান বলেন, সেনাবাহিনীসহ আমাদের সবাই জানিয়েছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সবসময় প্রস্তুত থাকে। এখনও তারা প্রস্তুত আছেন।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, কাজেই আমরা কাউকে কাউন্ট করি না। এ সমস্ত ইস্যুর বিষয়ে আমরা কিছু মনে করি না। আমরা বীরের জাতি, আমরা সবসময় প্রস্তুত আছি।’

উসকানি দেওয়ার অনেকগুলো প্রচেষ্টা তারা মানে কে বা কারা করেছে এগুলো আমাদের জানা নেই। আমরা যেটুকু দেখছি। তারা তারা নিজেরা নিজেরা যুদ্ধ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সীমান্তে যেটা হচ্ছে, এটা তাদের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা নেই।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7385 0
দিনাজপুরে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ফেরত দিচ্ছেন https://mstvbd.com/?p=7298 https://mstvbd.com/?p=7298#respond Mon, 12 Sep 2022 07:29:50 +0000 https://mstvbd.com/?p=7298 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র মিনহাজুল ইসলামের মরদেহ বিকেলে ফেরত দেওয়া হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানান আস্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (মেম্বার) মাজেদুর রহমান।

তিনি বলেন, সকাল ১০টায় দ্বিতীয় দফায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। জনপ্রতিনিধি হিসেবে সে বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে সিদ্ধান্ত হয় বিকেল ৪টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি কেউ।

গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম মিনাজ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7298 0
লালমনিরহাটে সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক https://mstvbd.com/?p=7176 https://mstvbd.com/?p=7176#respond Fri, 12 Aug 2022 06:25:32 +0000 https://mstvbd.com/?p=7176 ...বিস্তারিত পড়ুন]]> লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তে ফেনসিডিলসহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) বেলা ১১টায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম।

গ্রেফতাররা হলেন- কুচবিহারের শীতলখুচি উপজেলার লালারপাড় গ্রামের ইবলেছার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও একই উপজেলার পাঠানতলী গ্রামের এনামুল মিয়ার ছেলে হাসেন আলী (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলার বিলুপ্ত ছিটমহল উত্তর গোতামারী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় দুই নাগরিককে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ বোতল ও ১ লিটার খোলা ফেনসিডিল জব্দ করা হয়।

হাতীবান্ধা থানার ওসি শাহ আলম আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ও ভারতীয় ফেনসিডিল রাখার দায়ে তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7176 0
মদ খেয়ে মাতাল অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়লেন বিএসএফ সদস্য https://mstvbd.com/?p=6521 https://mstvbd.com/?p=6521#respond Sun, 27 Feb 2022 08:23:05 +0000 https://mstvbd.com/?p=6521 ...বিস্তারিত পড়ুন]]> নওগাঁর ধামইরহাট সীমান্তে মদ্যপ অবস্থায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য দিলিপ কুমারকে (৪০) আটক করে স্থানীয় বিজিবি ক্যাম্পে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার কালুপাড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা তাকে আটক করেন।

জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দিলিপ কুমার পোশাক পরিহিত অবস্থায় মদপান করে মাতাল অবস্থায় ২৭১/৪এস নম্বর মেইন পিলার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে ধামইরহাট উপজেলার কালুপাড়া গ্রামবাসী তাকে আটক করে কালুপাড়া বিজিবি ক্যাম্পে সংবাদ দিলে উদ্ধার করেন বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা বিজিবি-১৪ লে. কর্নেল এসএম নাদিম আরেফিন বলেন, বিএসএফ সদস্য দিলিপ কুমার মদ্যপ অবস্থায় বাংলাদেশের সীমানায় প্রবেশ করেন। এ সময় তার কাছ থেকে একটি ব্যক্তিগত অস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। দিলিপ কুমার আমাদের হেফাজতে আছেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6521 0