সুপ্রিম কোর্ট – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 31 Mar 2022 13:48:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png সুপ্রিম কোর্ট – MS TV https://mstvbd.com 32 32 সুপ্রিম কোর্ট বারের সমস্যা জ্যেষ্ঠ সদস্যরা নিষ্পত্তি করবেন : আইনমন্ত্রী https://mstvbd.com/?p=6654 https://mstvbd.com/?p=6654#respond Thu, 31 Mar 2022 13:48:37 +0000 https://mstvbd.com/?p=6654 ...বিস্তারিত পড়ুন]]> আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের আঙ্গুলি হেলনে চলে না। সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে সৃষ্ট সমস্যা সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক নেতারা মিলে নিষ্পত্তি করবেন। বুধবার আইনজীবী সমিতির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) জাতীয় সংসদে বিএনপির এমপি হারুনুর রশীদের দেওয়ার এক বক্তব্যের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

এর আগে আইন পাসের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে, দুই সপ্তাহেও ফলাফল ঘোষণা করা হয়নি। ৫০ বছরের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। এটা হতে পারে না। এটা বিরাট লজ্জার।

আইন পাস হওয়ার পর হারুনের বক্তব্যের জবাব দিতে অনির্ধারিত আলোচনায় অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগণনা নিয়ে সদস্য ও প্রার্থীদের আপত্তি আছে। এ বিষয়ে কী হবে তা সমিতি ঠিক করবে। গতকাল তারা সভা করেছে। সভায় সিদ্ধান্ত হয়েছে, সমিতির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক সভাপতি- সম্পাদকরা বসে সিদ্ধান্ত নেবেন। সেটা কীভাবে নিষ্পত্তি করবেন এটা সরকারের ঘাড়ে চাপানো ঠিক হয়নি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6654 0