স্কুল ছাত্র – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 12 Sep 2022 07:29:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png স্কুল ছাত্র – MS TV https://mstvbd.com 32 32 দিনাজপুরে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ফেরত দিচ্ছেন https://mstvbd.com/?p=7298 https://mstvbd.com/?p=7298#respond Mon, 12 Sep 2022 07:29:50 +0000 https://mstvbd.com/?p=7298 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের দাইনুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র মিনহাজুল ইসলামের মরদেহ বিকেলে ফেরত দেওয়া হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে পতাকা বৈঠক শেষে এ তথ্য জানান আস্করপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের (মেম্বার) মাজেদুর রহমান।

তিনি বলেন, সকাল ১০টায় দ্বিতীয় দফায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। জনপ্রতিনিধি হিসেবে সে বৈঠকে আমিও উপস্থিত ছিলাম। বৈঠকে সিদ্ধান্ত হয় বিকেল ৪টায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হবে।

এর আগে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে নিখোঁজের ব্যাপারে কোনো তথ্য জানাতে পারেননি কেউ।

গত বুধবার দিবাগত রাত ১১টার দিকে পাঁচ শুঁটকি ব্যবসায়ী দাইনুর সীমান্তের কাছে গেলে গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় খানপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মিনহাজুল ইসলাম মিনাজ।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7298 0