স্কুল ছাত্রী মৃত্যু – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Thu, 16 Jun 2022 08:23:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png স্কুল ছাত্রী মৃত্যু – MS TV https://mstvbd.com 32 32 নবাবগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু https://mstvbd.com/?p=7007 https://mstvbd.com/?p=7007#respond Thu, 16 Jun 2022 08:23:06 +0000 https://mstvbd.com/?p=7007 ...বিস্তারিত পড়ুন]]> দিনাজপুরের নবাবগঞ্জে সাপের কামড়ে বৈশাখী বাড়া (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।



বুধবার (১৫ জুন) গভীর রাতে উপজেলা ভাদুরিয়া ইউনিয়নের শাল্টিমুরাদপুর রমনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সে ওই এলাকার কার্তিক কুজুরের মেয়ে। শাল্টিমুরাদপুর খিদিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, রাত সাড়ে ৯টার দিকে খাওয়া শেষে ঘরের একটি কক্ষে ঘুমাতে যায় বৈশাখী। রাত ৩টার দিকে তার পায়ে কোনো কিছু কামড় দিয়ে পালিয়ে যায়। এসময় ব্যথায় চিৎকার করে মাকে ডেকে বিষয়টি অবগত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7007 0