স্কুল ছাত্র নিহত – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 25 Mar 2023 08:16:37 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png স্কুল ছাত্র নিহত – MS TV https://mstvbd.com 32 32 শ্মশানঘাটে ট্রাক্টরচাপায় প্রাণ গেল স্কুল ছাত্রের https://mstvbd.com/?p=8006 https://mstvbd.com/?p=8006#respond Sat, 25 Mar 2023 08:16:37 +0000 https://mstvbd.com/?p=8006 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহ কালীগঞ্জের শ্মশানঘাট এলাকায় ট্রাক্টরের ধাক্কায় তরিকুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে তার চাচা মাহবুবুর রহমান।

শনিবার (২৫ মার্চ) বেলা ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

তরিকুল ইসলাম কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের সুবর্ণাসরা গ্রামের মৃত মিন্টু বিশ্বাসের ছেলে ছিলেন। সে মাঝদিয়া সুবর্ণাসারা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মাহবুবুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

মাহবুবুর রহমান জানান, সকালে ভাতিজাকে নিয়ে মোটরসাইকেলযোগে বারোবাজার যাচ্ছিলাম। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভাতিজা তরিকুল নিহত হয়।

সুবর্ণাসারা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8006 0