হত্যাকান্ড – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Tue, 08 Nov 2022 08:11:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png হত্যাকান্ড – MS TV https://mstvbd.com 32 32 কসবায় গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার: স্বজনদের অভিযোগ পরিকল্পিত হত্যা। https://mstvbd.com/?p=7558 https://mstvbd.com/?p=7558#respond Tue, 08 Nov 2022 08:11:05 +0000 https://mstvbd.com/?p=7558 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কাশীরামপুর গ্রামে শশুর বাড়ি থেকে এক গৃহবধূর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহতের স্বজনদের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

গেল রবিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের কাশীরামপুর গ্রামের ছবি মিয়ার বাড়ি থেকে ওই গৃহবধুর মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই গৃহবধূ নাম নাসিমা আক্তার(২২),সে একই ইউনিয়নের বেলতলী গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গেল তিন বছর পূর্বে কাশিরামপুর গ্রামের ছবি মিয়ার ছেলে সিঙ্গাপুর প্রবাসী মোহন মিয়ার (৩২) সঙ্গে ইসলামী রেওয়াজ অনুযায়ী তার বিয়ে হয়েছিল ,এরপর থেকে স্বামী মোহন মিয়া,শশুর ছবি মিয়া,শাশুড়ি জমিলা খাতুন, চাচা শ্বশুর নবি মিয়া ওই গৃহবধূ নাসিমা আক্তারকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা শুরু করে। এ নিয়ে গেল দেড় বছর পূর্বে নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালে নাসিমা আক্তার বাদী হয়ে একটি মামলা করেছিলেন,সে সময় কথিত কথিত সমাজ পতিদের মাধ্যমে পরবর্তীতে তাকে আর নির্যাতন করা হবে না এমন আশ্বাসে সালিশির মাধ্যমে সমাধান করে পুনরায় তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়,এরপর কিছুদিন ভালোভাবে চলার পর নাসিমা আক্তার এক সন্তানের জননী হন। যে সন্তানের বয়স বর্তমানে এক বছর।

নিহতের বড় ভাই রিয়াজ মাহমুদ আরো জানান, ওই সারলিশির পরেও বিভিন্ন সময় তার বোন নাসিমা আক্তারকে তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী মোহন মিয়ার নির্দেশে শ্বশুর বাড়ির লোকজন বিভিন্নভাবে নির্যাতন করতো, এক পর্যায়ে তারা তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলেও জানান তিনি, বোন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএসটিভিকে জানান, খবর পেয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারণ জানা যাবে, ইতিমধ্যে নিহতের বড় ভাই বাদী হয়ে কসবা থানায় আত্মহত্যা প্ররোচনা আইনে একটি মামলা দায়ের করেছেন,এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি,অভিযুক্তদের আটক করা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন ওসি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7558 0
আখাউড়ায় হত্যা মামলায় তিন ভাইয়ের ফাঁসি, বাবার যাবজ্জীবন https://mstvbd.com/?p=7308 https://mstvbd.com/?p=7308#respond Mon, 12 Sep 2022 12:28:47 +0000 https://mstvbd.com/?p=7308 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আলোচিত শরীফ খাঁ হত্যা ঘটনায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ড ও তাদের বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আজাদ রাকিব আহমেদ প্রকাশ তুরান বিষয়টি গণমাধ্যমিকে নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আমানত খাঁ প্রকাশ আম খাঁর (৫০) ছেলে জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০) ও গাজী খাঁ (২৪)। রায় ঘোষণার সময় আমানত খাঁ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন। তারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আমানত খাঁর সঙ্গে শরীফ খাঁর পরিবারের বিরোধ চলে আসছিল। স্থানীয় মাতব্বররা এ নিয়ে একাধিকবার সালিশ করে বিষয়টি নিষ্পত্তি করলেও আমানত খাঁর পরিবার রায় অমান্য করে।

ঘটনার দিন ২০১৫ সালের ৬ আগস্ট সকালে আমানত খাঁ ও তার তিন ছেলে দেশীয় অস্ত্র নিয়ে শরীফ খাঁর বাড়ির একটি গাছ কাটতে থাকেন। এতে শরীফ খাঁ বাধা দেন। আসামিরা ক্ষিপ্ত হয়ে শরীফ খাঁ, তার ছেলে রবিন খাঁ (২২), রাসেল খাঁ (১৮), স্বজন মোশারফ খাঁ (৪৫), বাদশা খাঁ (২৫) ও আছিয়া বেগমকে (৭৫) মারধর করেন। এ সময় চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে শরীফ খাঁকে মারাত্মক জখম করে চলে যান তারা।

পস্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা শরীফ খাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম হত্যা মামলা করেন। মামলাটি আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকরামুল হককে তদন্ত করতে দেওয়া হয়। তদন্তকালেই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামলার আসামি আমির খাঁ (২৮) মারা যান।

দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ২৪ এপ্রিল এসআই আকরামুল হক কির খাঁ, মাহবুব খাঁ, গাজী খাঁ ও আমানত খাঁ বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত সোমবার দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

মামলার বাদী মাজেদা বেগম বলেন, ‘রায়ে আমরা সন্তুষ্ট। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7308 0