হবিগঞ্জ – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sat, 06 Jan 2024 17:29:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png হবিগঞ্জ – MS TV https://mstvbd.com 32 32 হবিগঞ্জে বিভিন্নস্থানে বিএনপি’র ককটেল বিস্ফোরণ https://mstvbd.com/?p=8364 https://mstvbd.com/?p=8364#respond Sat, 06 Jan 2024 17:29:06 +0000 https://mstvbd.com/?p=8364 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে এসব ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় শহরের সবুজবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন খবর ছড়িয়ে পড়ে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্যদিকে বাণিজ্যিক এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করেই বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা ২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটায় কোনো পুলিশ আহত আছে কি-না তা এখনই বলা যাচ্ছে না।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8364 0
হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত ২৫ https://mstvbd.com/?p=8355 https://mstvbd.com/?p=8355#respond Mon, 01 Jan 2024 16:07:47 +0000 https://mstvbd.com/?p=8355 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হন। এসময় নেতাকর্মীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করেন।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান। তিনি জানান, নেতাকর্মীদের হামলায় ১০-১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করেন। এসময় পুলিশ বাধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হন। এসময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নেতাকর্মীদের ধাওয়া করে।

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক জিললুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শান্তিপূর্ণ র্যালি বের করি। এসময় পুলিশ আমাদের ওপর হামলা চালালে ১৫ নেতাকর্মী আহত হন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8355 0
হবিগঞ্জে বাস ও সিএনজি সংঘর্ষে নিহত ৩ https://mstvbd.com/?p=8100 https://mstvbd.com/?p=8100#respond Sun, 04 Jun 2023 03:01:18 +0000 https://mstvbd.com/?p=8100 হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

 

রোববার (৪ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে ।খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে।

 

শায়েস্তাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার দাশ এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি, বিস্তারিত পরবর্তীতে জানানো যাবে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8100 0
হবিগঞ্জে মায়ের পক্ষ নিয়ে বাবাকে হত্যা করলো ছেলে https://mstvbd.com/?p=6853 https://mstvbd.com/?p=6853#respond Sat, 14 May 2022 23:10:53 +0000 https://mstvbd.com/?p=6853 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জে পারিবারিক কলহের সময় ছেলের ছুরিকাঘাতে আজদু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের হুরগাও পশ্চিমহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজদু মিয়া ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। বাবাকে ছুরিকাঘাতে হত্যা করা ছেলের নাম মো. মাসুম মিয়া (২০)। ঘটনার পর থেকে তিনি পলাতক।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শনিবার পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে আজদু মিয়া ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মাসুম মিয়া মায়ের পক্ষ থেকে বাবা আজদু মিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় আজদু মিয়া ছেলে মাসুমকে লাঠি দিয়ে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম তার বাবাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আজদু মিয়ার মৃত্যু হয়।

হবিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে আজদু মিয়ার মৃত্যুর পর বাড়ি থেকে পালিয়েছেন তার ঘাতক ছেলে মাসুম। পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।’

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6853 0
হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে কুপিয়ে হত্যা https://mstvbd.com/?p=6817 https://mstvbd.com/?p=6817#respond Fri, 06 May 2022 23:14:56 +0000 https://mstvbd.com/?p=6817 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মিয়া (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে নিজ ভাইয়েরা। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে।

শুক্রবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকারীরা পেশাদার অপরাধী হওয়ায় ঘটনার পরই পালিয়ে গেছে। তবে তাদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শুখচর গ্রামের মহরম আলীর ছেলে শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাই জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে।

‘এরই জের ধরে শুক্রবার বিকেলে বাক-বিতন্ডার এক পর্যায়ে শাহজাহানকে তার ভাই জয়নাল ও চাচাতো ভাই আসকির মিয়াসহ কয়েকজন কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।‘

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6817 0
হবিগঞ্জে পুষ্পা স্টাইলে চুরি অতঃপর র‌্যাব জালে ১০ লাখ টাকার গাছসহ আটক https://mstvbd.com/?p=6407 https://mstvbd.com/?p=6407#respond Sat, 12 Feb 2022 02:03:56 +0000 https://mstvbd.com/?p=6407 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জের চুনারুঘাটে ১০ লাখ টাকার চোরাই কাঠসহ আব্দুর রউফ নামে এক বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রেমা কালেঙ্গা বনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাছ, দেশীয় অস্ত্র ও গাছ কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই উপজেলার রেমা কালেঙ্গা বনে অভিযান চালায় র‌্যাব। এসময় বনের ভেতর থেকে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে কাটা অবস্থায় বিপুল পরিমাণ মূল্যবান গাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজারদাম ১০ লাখ টাকা। এছাড়া একটি করাত, একটি রামদা, একটি দা এবং দুটি বল্লম উদ্ধার করা হয়। অভিযানে তিনিসহ এএসপি আব্দুল্লাহ আল নোমান নেতৃত্ব দেন।

র‌্যাব জানান, গ্রেফতার ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেমা কালেঙ্গা রেঞ্জে গাছ কাটার কথা স্বীকার করেছেন।

লেফটেন্যান্ট কমান্ডার নাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল খালেক ও নূর বাহিনীর ছত্রছায়ায় তিনি বনে গাছ কাটতে আসেন। এ চক্রের সব সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। আব্দুর রউফ ও তার টিমের সদস্যরা রেমা-কালেঙ্গা রেঞ্জের গাছ কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6407 0
ঘরে মিলল স্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক https://mstvbd.com/?p=6307 https://mstvbd.com/?p=6307#respond Tue, 01 Feb 2022 09:19:01 +0000 https://mstvbd.com/?p=6307 ...বিস্তারিত পড়ুন]]> হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে একটি বাসা থেকে রাজনা বেগম (১৯) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সফিক মিয়ার মালিকানাধীন বাসা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজনা বেগম ওই ইউনিয়নের বড় আলীপুর গ্রামের জাকারিয়া মিয়ার স্ত্রী ও পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস আগে সবুজ মিয়ার ছেলে জাকারিয়া মিয়ার সঙ্গে মৃত আব্দুর রহিমের মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। ১০-১২ দিন আগে রসুলগঞ্জ বাজারের সফিক মিয়ার মালিকানাধীন একটি বাসা ভাড়া নেন জাকারিয়া মিয়া ও তার স্ত্রী রাজনা বেগম। সোমবার বিকেলে রাজনা বেগমের মা মেয়েকে দেখতে ওই ভাড়া বাসায় যান। এ সময় তাদের বসবাসরত কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন।

এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়ের রক্তাক্ত দেহ বিছনার ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছনার ওপর থেকে গলাকাটা অবস্থায় রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে রাজনা বেগমের স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী জাকারিয়া মিয়ার খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে এ নিয়ে আমরা কাজ করছি।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6307 0