হামলা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Mon, 14 Apr 2025 13:39:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png হামলা – MS TV https://mstvbd.com 32 32 কসবায় সাংবাদিকের ওপর হামলা, মোবাইল ও ক্যামেরা ভাংচুর https://mstvbd.com/?p=8533 https://mstvbd.com/?p=8533#respond Mon, 14 Apr 2025 13:34:46 +0000 https://mstvbd.com/?p=8533 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিকের ওপর হামলা করে মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়েছে।

গত রোববার (১৩ মার্চ) বিকালে উপজেলার গোপীনাথপুর বাজারের নিজাম মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ।

হামলায় আহত সাংবাদিক লিয়াকত মাসুদ দৈনিক কালবেলার কসবা উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সহ-সভাপতি এবং উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মৃত মুর্শিদ খানের ছেলে।

হামলাকারীরা হলেন- উপজেলার গোপীনাথপুর মাস্টার পাড়া খাবার মোড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে দ্বীন ইসলাম, হাজী আব্দুল ছাত্তারের ছেলে জহির খান সর্দার এবং হোসেন মিয়া সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লিয়াকত মাসুদ।

জানা যায়, লিয়াকত মাসুদ পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে গেলে দ্বীন ইসলাম, হোসেন মিয়া ও জহির খান সর্দার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। লিয়াকত মাসুদের সাংবাদিকতার কার্ড গলা থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ক্যামেরা ও মোবাইল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলে। মারধর করার জন্য তেড়ে আসে। সাংবাদিকতার কার্ড গলা থেকে খুলে জায়গা ত্যাগ করার হুমকী দেয়। প্রতিবাদ করলে লিয়াকত মাসুদের ওপর তারা আক্রমণ করে হত্যার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের মোঃ নুরুল্লা ভূইয়া বলেন, “আমি আমার বোনের শশুড়-শাশুড়ী, ননদ এর বিষয়ে কসবা থানায় অভিযোগ দিলে দ্বীন ইসলাম বিষয়টি সমাধান করে দিবে বলে গোপীনাথপুরে একটি সভার আয়োজন করে। আমার বোনকে দ্বীন ইসলামের শালার নিকট প্রতারনা ও মিথ্যা কথা বলে বিবাহ বন্ধনে আবদ্ধ করায়। দ্বীন ইসলামের শালা হোসাইন মাদক দ্রব্য সেবনকারী, বর্তমানে প্রবাসে আছে। দ্বীন ইসলাম ও তার পক্ষের লোকজনের কথার প্রতিবাদ করা মাত্র সাংবাদিক লিয়াকত মাসুদ এর বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

সাংবাদিক লিয়াকত মাসুদের মোবাইল ও ক্যামেরা ভাংচুরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দ্বীন ইসলাম মুঠোফোনে কালবেলাকে বলেন, “ওর সাথে যে কথা কাটাকাটি হইছে, ব্যাগটি হাতে নিয়ে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। মোবাইল ও ক্যামেরা ভাংচুর করা হয়নি। বিষয়টি নিয়ে ওনার কাছে ক্ষমা চেয়ে বুক মিলিয়ে দেয়া হইছে। ভাংচুরের যে বিষয়টা এটা মিথ্যা কথা বলছে। বিবাহের বিষয় নিয়ে পারিবারিকভাবে মিটিং এ সর্দার মাতব্বর যারা উপস্থিত ছিল তারা কথাবার্তা বলছে। এটার ফিনিশিং তারা দিবে, কথাবার্তা বলবে।”

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “কালবেলার সাংবাদিক লিয়াকত মাসুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8533 0
কসবা প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন https://mstvbd.com/?p=8322 https://mstvbd.com/?p=8322#respond Wed, 27 Dec 2023 04:38:16 +0000 https://mstvbd.com/?p=8322 ...বিস্তারিত পড়ুন]]> ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক সমাজ।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা প্রেসক্লাবের আয়োজনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এ সময় কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপনের সঞ্চালনায় ও সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি সোলেমান খান, পৌর প্যানেল মেয়র আবু জাহের, কসবা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও সাংগঠন সম্পাদক লোকমান হোসেন পলা প্রমুখ।

এ সময় বক্তারা কসবা প্রেসক্লাবের সভাপতি সুলেমান খানের উপর পেশাগত দায়িত্ব পালনকালে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান সংশ্লিষ্টদের কাছে। উক্ত মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=8322 0
হিজলায় ইলিশ রক্ষার অভিযানে পুলিশের ওপর হামলা, দুই রাউন্ড গুলি, আটক ৯ https://mstvbd.com/?p=7443 https://mstvbd.com/?p=7443#respond Thu, 13 Oct 2022 07:59:11 +0000 https://mstvbd.com/?p=7443 ...বিস্তারিত পড়ুন]]> বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ রক্ষার অভিযানে বের হওয়া মৎস্য অধিদপ্তর ও পুলিশের ছয়টি নৌযানে হামলা চালিয়েছেন অসাধু জেলেরা। এতে হিজলা উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

এ হামলার ঘটনায় ৯ জেলেকে আটক করা হয়েছে। তাছাড়া জেলেদের হামলায় গুরুতর আহত এক পুলিশ সদস্যকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার গৌরবদী ইউনিয়নের খালিশপুর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হিজলা উপজেলার চর মেমানিয়া এলাকার আব্দুর রহিম, আলমগীর সরদার, নিজাম হাওলাদার, জাকির হোসেন, ইসমাইল সরদার, পশ্চিম ডাইয়া এলাকার শাহাব উদ্দিন, চরহিজলা এলাকার মো. নোমান ও বিপ্লবসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া তাদের মাছ ধরার কাজে ব্যবহৃত ট্রলার এবং তিন হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।

হিজলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা কার্যকরে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ সদস্যরা ভোররাতে তিনটি স্পিডবোট এবং তিনটি ট্রলার নিয়ে মেঘনা নদীতে অভিযানে বের হন। পর্যায়ক্রমে নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। ভোরে গৌরবদী ইউনিয়নের খালিশপুর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে পৌঁছলে একটি ট্রলারে ৯ জেলেকে মাছ শিকার করতে দেখা যায়।

করলে মৎস্য অধিদপ্তর ও পুলিশের নৌযানে হামলা চালানো হয়। তারা বাঁশ দিয়ে আঘাত করতে থাকেন। এরপর আরও ৫-৬ টি ট্রলার এগিয়ে আসে। ওইসব ট্রলার থেকে ইটপাটকেল ও বাঁশের খণ্ড নিক্ষেপ করেন অসাধু জেলেরা। জেলেদের হামলায় তিনিসহ হিজলা থানার এসআই, পুলিশ কনস্টেবলসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। একপর্যায়ে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে শটগানের দুই রাউন্ড গুলি ছোড়েন। পরে একটি ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করা হয়। হামলাকারী অন্য জেলেরা ট্রলার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

এ বিষয়ে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, মেঘনা নদীতে পাঁচ থেকে ছয়টি ট্রলার নিয়ে জেলেরা মৎস্য অধিদপ্তর ও পুলিশের নৌযান ঘিরে ফেলেন। এসময় অসাধু জেলেরা নৌযানগুলো ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি ওইসব ট্রলার থেকে হামলা চালানো হয়। এসময় পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে শটগানের দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

তিনি আরও জানান, জেলেদের হামলায় থানার এসআই বেল্লাল হোসেন, ফরিদ, কনস্টেবল মাহফুজুর রহমানসহ ১০-১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত কনস্টেবল মাহফুজুরকে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরাও চিকিৎসা নিয়েছেন।

ওসি ইউনুস মিয়া আরও বলেন, আটক ৯ জেলের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাছাড়া হামলায় অংশ নেওয়া অন্যদের পরিচয় শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় আরও জোরদার অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7443 0
টাঙ্গাইলে মাইকে ঘোষণা দিয়ে এসিল্যান্ড ও পুলিশের গাড়িতে হামলা https://mstvbd.com/?p=7125 https://mstvbd.com/?p=7125#respond Tue, 19 Jul 2022 05:39:27 +0000 https://mstvbd.com/?p=7125 ...বিস্তারিত পড়ুন]]> টাঙ্গাইলে উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) পরিমাপকারীদের ওপর হামলায় এক প্রকৌশলী আহত হয়েছেন। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে নিয়ে এসিল্যান্ড পুলিশসহ তিনটি গাড়ি ভাঙচুর করেছেন স্থানীয় বালু ব্যবসায়ীরা।



সোমবার (১৮ জুলাই) বিকেলে কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীর কুর্শাবেনু এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাব গিয়ে ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর গোল চত্বর পর্যন্ত মহাসড়ক চার লেন করার নিমিত্তে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটার) ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। সে লক্ষ্যে মেসার্স আব্দুল মোনেম লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে পাউবোর চুক্তি সম্পাদিত হয়। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের প্রতিনিধির সমন্বয়ে চুক্তি মোতাবেক উত্তোলিত বালু কুর্শাবেনু এলাকায় পরিমাপ করতে যায়। পরিমাপ করতে গেলে স্থানীয় বালু ব্যবসায়ীরা পাউবোর ৪-৫ জন কর্মচারী ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানকে বাধা দেন।
এ নিয়ে স্থানীয় বালু ব্যবসায়ী ও পরিমাপকারীদের বাগবিতণ্ডা হয়।

এক পর্যায়ে বালু ব্যবসায়ীরা উত্তোলিত বালু পাউবো নিয়ে যাচ্ছে বলে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার জনসাধারণকে যার কাছে যা আছে তাই নিয়ে একত্রিত হতে বলেন। পরে এলাকার লোকজন একত্রিত হয়ে পরিমাপকারীদের ওপর হামলা করে মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানের গাড়ি ভাঙচুর করেন।

খবর পেয়ে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান পুলিশ নিয়ে কুর্শাবেনু যান। পথিমধ্যে তিনি মাইকের ওই ঘোষণা শুনতে পেয়ে টাঙ্গাইলে কর্মরত র‌্যাবকে ঘটনাস্থলে আসতে বলেন। ইতোমধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানকে বহনকারী গাড়ি ও পুলিশের গাড়ি কিছুটা দূরে রেখে মাইকের কাছে পৌঁছান তারা। এই ফাঁকে স্থানীয় উত্তেজিত জনতা কামরুল হাসানকে (এসিল্যান্ড) বহনকারী গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়। পরে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=7125 0
কক্সবাজারে ওসির ওপর মাদক কারবারির হামলা https://mstvbd.com/?p=6987 https://mstvbd.com/?p=6987#respond Thu, 09 Jun 2022 11:39:27 +0000 https://mstvbd.com/?p=6987 ...বিস্তারিত পড়ুন]]> কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারি ও তার সহযোগীদের হামলায় অফিসার ইনচার্জ (তদন্ত) সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৮ জুন) মাঝ রাতে উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পেকুয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকারকে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে হামলাকারী মাদক কারবারি শাহ আলমের বাড়ি ঘেরাও করা হলেও তিনি পালিয়ে যান।

চকরিয়া-পেকুয়া সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তৌফিকুল আলম জানান, পেকুয়ার উজানটিয়ার চিহ্নিত মাদক কারবারি শাহ আলম মাদকের চালান মজুত করে বিক্রির আয়োজন করেছে জানতে পেরে বুধবার রাত সোয়া ১১টার দিকে অভিযানে যায় পুলিশ। এসময় শাহ আলম ও তার সহযোগীরা হামলা চালালে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। তাদের মাঝে একটু বেশি আহত পুলিশ কর্মকর্তা কানন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মাদক কারবারি শাহ আলম পেকুয়ার চর এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে ধরতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি বলেন, শাহ আলম মাদক কারবারি ছাড়াও উপকূলীয় চোর সিন্ডিকেটের প্রধান। তার বিরুদ্ধে মামলা রয়েছে ডজনের ওপর। তাকে ধরতে গিয়ে কানন সরকার আহত হলেন। আমরা হামলাকারীকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, আহত পুলিশ পরিদর্শক কানন চমেক হাসপাতালে চিকিৎসাধীন। অন্য সদস্যদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6987 0
ময়মনসিংহে অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার র‍্যাব https://mstvbd.com/?p=6953 https://mstvbd.com/?p=6953#respond Mon, 30 May 2022 08:07:13 +0000 https://mstvbd.com/?p=6953 ...বিস্তারিত পড়ুন]]> ময়মনসিংহ সদর উপজেলায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীর হাতে মারধরের শিকার হয়েছেন র‍্যাব-১৪’র ৪ সদস্য। এ সময় র‍্যাবের এক সদস্যের পিস্তল, হ্যান্ডকাপ ও এক ম্যাগাজিন গুলি নিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে রাতেই অভিযান চালিয়ে পিস্তল ও হ্যান্ডকাপ উদ্ধার করে র‍্যাব।

রোববার (২৯ মে) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের শ্রীকলদি গ্রামে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে পরানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ সরকার জাগো নিউজকে বলেন, ঘটনার দিন রাত ৯টার দিকে ইউনিয়নের শ্রীকলদি গ্রামে অভিযান চালান র‍্যাবের চার সদস্য। এ সময় জুয়াড়িরা ক্ষিপ্ত হয়ে র‍্যাব সদস্যদের মারধর করে পিস্তল, হ্যান্ডকাপ ও এক ম্যাগাজিন গুলি নিয়ে যায়। পরে র‍্যাবের সদস্যরা স্থানীয় পরানগঞ্জ বাজারে প্রাথমিক চিকিৎসা নেন।

তিনি বলেন, এই ঘটনার পর রাত ১০টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে হ্যান্ডকাপ ও পিস্তল উদ্ধার করে র‍্যাব। তবে গুলি উদ্ধার করতে পারেনি। র‍্যাবের উপর হামলা, মারধর, পিস্তল, গুলি, হ্যান্ডকাপ ছিনিয়ে অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। তবে শেষ পর্যন্ত তিনজনকে আটক করে নিয়ে যায় র‍্যাব।

তবে এ বিষয়ে র‍্যাব-১৪ অধিনায়ক মো. রুকুনুজ্জামান এমএস টিভিকে বলেন, ওই এলাকাটা অনেক ভেতরে। তাই মাদক ব্যবসা সম্পর্কে তথ্য আনতে ওই এলাকায় আমাদের সদস্যরা গিয়েছিল। সেখানে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। তবে আমাদের কোনো কিছুই হারায়নি। এই ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6953 0
ঝিনাইদহে গাঁজাসহ আসামি গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা, আহত ১০ https://mstvbd.com/?p=6814 https://mstvbd.com/?p=6814#respond Fri, 06 May 2022 23:04:28 +0000 https://mstvbd.com/?p=6814 ...বিস্তারিত পড়ুন]]> ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা মোড়ে গাঁজাসহ আসামি আটকের সময় পুলিশের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বাসিন্দা ও দোকানিরা। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে এএসআই আনোয়ারুল ইসলাম, এএসআই আশরাফুল, কনস্টেবল আশরাফুজ্জামান ও এলেম শেখকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর কনস্টেবল জামালকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সন্ধ্যায় মধুপুর চৌরাস্তা বাজারের পাশে একটি চায়ের দোকানে টেবিলের নিচে ৩০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এসময় চা দোকানি আকিদুল ইসলামকে আটক করে গাড়িতে তুলতে যায় পুলিশ। পরে বাজারের লোকজন ও অন্য দোকানিরা তাদের বাধা দেন। একপর্যায়ে তারা আসাীমদের ছিনিয়ে নেন। তখন পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে স্থানীয়দের ছোড়া ইটের আঘাতে দুই এএসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হন। স্থানীয়দের মধ্যেও কয়েকজন আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এমএস টিভিকে বলেন, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ রাউন্ড শর্টগানের গুলি বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় অবশ্যই জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুজ্জামান সজীব বলেন, হাসপাতালে আনা পুলিশ সদস্যদের হাতে-পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে ইটের ও লাঠির আঘাত রয়েছে। তবে তা গুরুতর নয়।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6814 0
পিরোজপুরে পুলিশের ওপর হামলা https://mstvbd.com/?p=6709 https://mstvbd.com/?p=6709#respond Wed, 06 Apr 2022 11:11:42 +0000 https://mstvbd.com/?p=6709 ...বিস্তারিত পড়ুন]]> পিরোজপুরের নাজিরপুরে পুলিশের ওপর হামলা চালিয়েছে আসামিসহ তার স্বজনরা। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. বেল্লাল হাওলাদার (৫৬) ও তার স্ত্রী মিনারা বেগমকে আটক করেন। এ সময় হামলায় ব্যবহৃত লোহার দুটি শাবল, একটি হাতুড়ি, একটি লোহার রড় উদ্ধার করা হয়।

আটক বেল্লাল হোসেন ওই গ্রামের মো. আইয়ুব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যের বরাতে জানা যায়, রাতে তাদের গ্রেফতারে অভিযান চালায় পুলিশ। এসময় মো. বেল্লাল হাওলাদার ও মিনারা বেগমসহ তাদের স্বজনরা ডাকাত বলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান, পুলিশ সদস্যদের হত্যার জন্য এ হামলা চালানো হয়।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, স্বামী-স্ত্রী উভয় একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের কারাগারে পাঠানো হয়েছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6709 0
মেহেরপুরে খাসজমি নিয়ে বিরোধ,প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে কৃষক নিহত https://mstvbd.com/?p=6458 https://mstvbd.com/?p=6458#respond Fri, 18 Feb 2022 09:56:56 +0000 https://mstvbd.com/?p=6458 ...বিস্তারিত পড়ুন]]> মেহেরপুরের গাংনীতে খাসজমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাদেক আলী (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে হোগলবাড়িয়া গ্রামের মাঠ থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাদেক আলী হোগলবাড়িয়া গ্রামের আফিল উদ্দীনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জাগো নিউজকে বলেন, ১৫ বিঘা খাস জমি নিয়ে হোগল বাড়িয়া গ্রামের সাদেক আলী ও খাইরুল ইসলামের বিরোধ চলছিল একযুগ ধরে। এ নিয়ে উচ্চ আদালতে মামলাও চলমান। গত বুধবার ওই জমিতে সাদেক আলী ধানের চারা রোপণ করেন। বৃহস্পতিবার প্রতিপক্ষ খাইরুল ইসলাম ওই জমিতে রোপণ করা চারা বিনষ্ট করেন।

শুক্রবার সকালে আবারও ওই জমিতে ধানের চারা রোপণ করতে যান সাদেক আলী। এ সময় খাইরুল ও তার লোকজন দেশীয় অস্ত্র এবং লাঠি সোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলেই সাদেক আলী মারা যান। আহত হন তার সহযোগীসহ আরও ১০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ছয়টি ধারালো হাসুয়া, একটি হাতুড়ি, দুটি বল্লম ও আটটি বাঁশের লাঠি জব্দ করে। পুলিশ সুপার রাফিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6458 0
লেবাননে ফিলিস্তিনি ক্যাম্পে জানাজায় গুলি, নিহত ৪ https://mstvbd.com/?p=5795 https://mstvbd.com/?p=5795#respond Mon, 13 Dec 2021 15:52:30 +0000 https://mstvbd.com/?p=5795 ...বিস্তারিত পড়ুন]]> লেবাননের বন্দর শহর টাইরে একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে বিস্ফোরণে নিহত এক ব্যক্তির জানাজার সময় গুলিতে আরও চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১২ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গুলিতে নিহত ব্যক্তিরা তাদের সদস্য।

শরণার্থী শিবিরের এক বাসিন্দা এএফপিকে জানান, মরদেহ বহনকারী লোকজন মিছিল করতে করতে যাচ্ছিল। সে সময় শরণার্থী শিবিরের কবরস্থানে পৌঁছানোর পর হঠাৎ করেই ভিড় লক্ষ্য করে গুলি শুরু হয়। তিনি বলেন, কে বা কারা গুলি চালিয়েছে তা পরিষ্কার নয়। 

হামাস কর্মকর্তা রাফাত আল মুররা জানান, গত শুক্রবার লেবাননের বন্দর নগরী টাইরের বাইরে বুর্জ আল-শেমালি শিবিরে বিস্ফোরণের ঘটনায় নিহত এক ফিলিস্তিনির জানাজায় গুলি চালিয়েছে প্রতিদ্বন্দ্বি গ্রুপ ফাতাহ’র সদস্যরা। তিনি জানান, ওই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।

এনএনএ’র খবরে বলা হয়, ক্যাম্পের ভেতর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কোনো অস্ত্র গুদামে ওই বিস্ফোরণ ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দেন স্থানীয় এক বিচারক। পরে তা প্রত্যাখ্যান করে স্থানীয় সময় শনিবার হামাস এক বিবৃতিতে জানায়, বৈদ্যুতিক ত্রুটি থেকে শুক্রবার রাতে ওই বিস্ফোরণ ঘটে।  

গাজা উপত্যকায় পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ মুভমেন্ট হামাসের কাছে পরাজিত হওয়ার পর ২০০৭ সাল থেকেই হামাস এবং ফাতাহ পরস্পরের প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=5795 0