২০ কোটি টাকা – MS TV https://mstvbd.com সত্যের সন্ধানে MS TV অনুসন্ধানে কোটি মানুষের হৃদয়ে Sun, 13 Feb 2022 13:40:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.1 https://mstvbd.com/wp-content/uploads/2023/01/cropped-cropped-1591217998701-32x32.png ২০ কোটি টাকা – MS TV https://mstvbd.com 32 32 প্রধানমন্ত্রীর অনুদানের ২০ কোটি টাকা বার কাউন্সিলকে হস্তান্তর আইনমন্ত্রীর https://mstvbd.com/?p=6423 https://mstvbd.com/?p=6423#respond Sun, 13 Feb 2022 13:40:00 +0000 https://mstvbd.com/?p=6423 ...বিস্তারিত পড়ুন]]> বার কাউন্সিলের নেতাদের কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ২০ কোটি টাকার প্রণোদনার চেক হস্তান্তর করেন আইনমন্ত্রী।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বার কাউন্সিল নেতাদের কাছে চেক হস্তান্তর করেন।

এসময় আইনমন্ত্রী বলেন, আইনজীবীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ কালে আইনজীবীদের দুরবস্থার কথা বিবেচনা করে তার ত্রাণ তহবিল থেকে ২০ কোটি টাকা মঞ্জুর করেছেন।

চেক গ্রহণ করেন বাংলাদশে বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ইউসুফ হোসেন হুমায়ুন।

বার কাউন্সিলের নেতারা জানান, এই অর্থ কাউন্সিলের সদস্যদের কল্যাণে ব্যয় করা হবে। এর আগে কাউন্সিলের বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে আইনমন্ত্রী জানিয়েছিলেন, বার কাউন্সিল একটি নীতিমালা ঠিক করবেন, কীভাবে তারা অনুদানটি সারাদেশের আইনজীবীদের দেবেন।

জাতীয় সংসদের গত বছরের চলমান অধিবেশনেও প্রধানমন্ত্রীর এ ঘোষণার কথা জানিয়েছেন মন্ত্রী।

২০২০ সালের ৪ এপ্রিল করোনায় ক্ষতিগ্রস্ত আইনজীবীদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ বিনা সুদে ৩০০ কোটি টাকা প্রণোদনা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। আবেদনে বলা হয়, ৫৫ হাজারের বেশি মানুষ আইন পেশায় নিয়োজিত। যার একটি অংশ জুনিয়র হিসেবে কাজ করছেন এবং সিনিয়রের প্রতিদিনের দেওয়া অর্থই তাদের একমাত্র অবলম্বন। করোনায় আদালত বন্ধ থাকায় তারা তা থেকে বঞ্চিত হয়েছেন।

জুনিয়রশিপ শেষ করে যারা প্র্যাকটিস শুরু করেন তাদের কয়েক বছর সামান্য আয়ের ওপর চলতে হয়। ফলে কোর্ট বন্ধ থাকায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে বিভিন্ন বারে প্র্যাকটিসরত একটি বড় অংশের নিয়মিত আয়ে চলতে হয়। আদালত বন্ধ থাকায় তারাও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সাবেক বার কাউন্সিল নেতা ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, অ্যাডভোকেট মোখলেছুর রহমান বাদলসহ বার কাউন্সিলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

]]>
https://mstvbd.com/?feed=rss2&p=6423 0