ঈশ্বরদীতে আলোর পথে উদ্দীপ্ত তরুন সংঘের পক্ষে বিজয় দিবসের শ্রদ্ধান্জ্ঞলী প্রদান। বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯ মোঃশামীম উদ্দিন (ঈশ্বরদী) পাবনাঃ মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ঈশ্বরদীর অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোর পথে উদ্দীপ্ত তরুন সংঘের পক্ষ থেকে শ্রদ্ধান্জ্ঞলী প্রদান করা হয়েছে। সকালে সংগঠনের সভাপতি শিশির মাহমুদের নেতৃত্বে মোটর সাইকেল শেভাযাত্রা বের করা হয়। পরে আলহাজ্ব মোড় স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি- শুভ আলী সহ সভাপতি- নিশান আলী, সহ সভাপতি- গিয়াস আলী, সাধারন সম্পাদক শামীম উদ্দীন, যুগ্ম সম্পাদক সবুজ আলী, যুগ্ম সম্পাদক কনক আলী, যুগ্ম সম্পাদক বিকাশ আলী, সাংগঠনিক সম্পাদক রবিন আলী, সাংগঠনিক সম্পাদক-শিপন আলী, সাংগাঠনিকসম্পাদক -তুষার আলী প্রচার সম্পাদক- ঈমন আলী, উপ-প্রচার সম্পাদক- ঈমন আলী,যোগাযোগ সম্পাদক- সম্রাট আলী, সহ যোগাযোগ সম্পাদক- ঈমন আলী, তথ্য ও গবেষণা সম্পাদক- তানিম হোসেন, অর্থ সম্পাদক – সাব্বির আলী, সহ অর্থ সম্পাদক ঈমন , সহ দপ্তর সম্পাদক- আজিম হোসেন, পাঠাগার সম্পাদক- রিগান আলী, সহ পাঠাগার সম্পাদক মেহেদী হাসান হৃদয়, পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মেহেদী হাসান। SHARES সারা দেশ বিষয়: