ওমিক্রনে যুক্তরাজ্যে প্রথম মৃত্যু

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২১

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে অন্তত একজন মারা গেছেন। সোমবার (১৩ ডিসেম্বর) পশ্চিম লন্ডনের একটি টিকাদান কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তিনি বলেছেন, দুঃখজনক হলেও সত্য, ওমিক্রনের কারণে হাসপাতালে রোগী ভর্তি হচ্ছে এবং অন্তত একজন রোগী মারা গেছেন বলে নিশ্চিত করা হয়েছে। তাই আমি মনে করি, এটি কোনোভাবে ভাইরাসের একটি মৃদু সংস্করণ, এমন ধারণা এক পাশে সরিয়ে রাখা এবং মানুষের মধ্যে যে গতিতে ছড়াচ্ছে, তা স্বীকার করা দরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, এ অবস্থায় যেটি সবচেয়ে ভালো হয়, তা হলো- সবার বুস্টার ডোজ নেওয়া।