কসবায় সিটিএল এর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

মানবকল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য এ স্লোগানকে সামনে রেখে,’অগ্রভাগীয় সাহিত্য সংগঠন (সিটিএল) কর্তৃক আয়োজিত,’প্রায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কসবা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি আসফাতুল হোসেন ভূঁইয়া এলমানের সভাপতিত্বে ও জয়নাল আবেদীনের সঞ্চালনায় প্রায় পাঁচ শতাধিক গরীব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুইজারল্যান্ড ফেডারেশন পুলিশ এন্ড জাস্টিস (সিআইপি), ও ইউরোপিয়ান বাংলাদেশি এসোসিয়েশনের, সভাপতি রফিকুল ইসলাম জসিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. নাহিদ হাসান, কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক সোলেমান খান, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক প্রমুখ।

এদিকে শীতবস্ত্র বিতরনের পূর্বে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ বিজয়ের ৫০ বছর ও অগ্ৰভাগীয় সাহিত্য সংগঠনের (সিটিএল)’ ৫০ তম সফল কর্মসূচি উপলক্ষে কেক কাটা হয়, ও উপস্থিত গরীব দুখী মেহনতী মানুষদের মাঝে ঐ কেকটি বিতরণ করা হয়। তখন এ সংগঠনের অনেক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।