একটি হারানো বিজ্ঞপ্তি: আপনার একটি শেয়ার, ছেলেটিকে ফিরে পেতে পারে তার পরিবার

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

আজিজুল ইসলাম নামের একটি খেলে নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ২৩ বছর। ছেলেটি মানসিক ভারসাম্যহীন।

ছেলের গায়ের রং শ্যামলা, হালকা-পাতলা স্বাস্থ্য, মুখমন্ডল: গোলাকার,মাথার চুল : কালো ও মাঝারি এলোমেলো, চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি। কসবার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে।

আজিজুল ইসলামের পিতার নাম: আব্দুস সাত্তার। ঠিকানা – গ্রাম: বায়েক, ডাকঘর: সালদা নদী,থানা: কসবা,জেলা: ব্রাহ্মণবাড়িয়া।

গেল ২০ ডিসেম্বর দুপুর ১টার দিকে বায়েক গ্রামের নিজ বাড়ীর পাশে থেকে নিখোঁজ হয়েছে। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।

হারানোর সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, হলুদ গেঞ্জি। এ বিষয়ে কসবা থানায় ২ জানুয়ারি ২০২২ইং একটা জিডি করা হয়েছে। জিডি নং –৮৯। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ছেলেটির পরিবারের নাম্বার: 01730577303