লক্ষ্মীপুরে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২ লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুতগতির ট্রাক্টরের ধাক্কায় মাহমুদুল হাসান শুভ (১৩) নামে এক মাদরাসাছাত্র মারা গেছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের হাজি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ চরলরেঞ্চ গ্রামের আবদুস সহিদের ছেলে ও চরজগবন্ধু আলিম মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, চরলরেঞ্চ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল শুভ। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। SHARES এক্সক্লুসিভ বিষয়: নিহতমাদ্রাসা ছাত্রলক্ষ্মীপুরসড়ক দুর্ঘটনা