বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, নিহত ১ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২২ বান্দরবানে বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে ট্রাকচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২ জানুয়ারি) দুপুর ২টায় রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকার পাইক্ষ্যং ঝিড়ি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালকের নাম আবদুল গফুর (৩৫)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় হাসিম পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বান্দরবান সদর থেকে বিজিডির চাল নিয়ে ভোলা ড-১১-০১৪৯ নম্বরের একটি ট্রাক রুমা উপজেলায় যাওয়ার সময় পাইক্ষ্যং ঝিড়ি ব্রিজের মাঝামাঝি গেলে সেটি ভেঙেঙ্গে যায়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। পরে স্থানীদের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া ব্রিজ ভেঙে যাওয়ায় বান্দরবান রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন রয়েছে। রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্তত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। SHARES দেশজুড়ে বিষয়: নিহতবান্দরবান