বুড়িচংয়ে ৩০ কেজি গাঁজাসহ ২

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২২

কুমিল্লার বুড়িচং উপজেলায় ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

গেল মঙ্গলবার (৮ মার্চ) বিকালে উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন প্রধান সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ গ্রামের মৃত আব্দুস ছামাদের মেয়ে শান্তা আক্তার অঞ্জু ও একই উপজেলার কোল্লাপাথর গ্রামের কামাল মিয়ার ছেলে মোঃ কিবরিয়া।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, মাদক নির্মূলে বুড়িচং থানা পুলিশ বদ্ধপরিকর,আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।