নরসিংদীতে বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২ নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪টায় উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডের অদূরে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন। তিনি বলেন, খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাস ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। SHARES এক্সক্লুসিভ বিষয়: নরসিংদীনিহতসড়ক দুর্ঘটনা