শেরপুরে বাসায় ডেকে কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষন,আটক ২ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২ শেরপুরে কলেজছাত্রীকে বাসায় ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোরে ওই কলেজছাত্রী থানায় মামলা দিলে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়। গ্রেফতাররা হলেন- নকলা উপজেলার চৌধুরী ছবরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক জোবায়ের হোসেন ও বাসার মালিক লুৎফর রহমান। লুৎফর রহমান শেরপুর পৌরসভার গৌরীপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। মামলার এজাহারের বরাতে জানা যায়, বুধবার সন্ধ্যায় ওই কলেজছাত্রীকে ফোন করে ভাড়া বাসায়ে ডেকে নিয়ে যান প্রভাষক জোবায়ের। এসময় তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা বুঝতে পেরে বাসার মালিক লুৎফর রহমান ও আবু রাহাত ঘরে প্রবেশ করে ভয়-ভীতি দেখিয়ে ফের ধর্ষণ করেন। বাসায় ফিরে রাতে পরিবারের সহযোগিতায় ওই ছাত্রী ৯৯৯ নম্বরে ফোন করলে কলেজ শিক্ষকতে গ্রেফতার করে পুলিশ। পরে ভোরে শেরপুর থেকে বাসার মালিককেও গ্রেফতার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এবি সিদ্দিক জানান, ভিকটিমের ফোন পেয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামি আবু রাহাতকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। SHARES অপরাধ বিষয়: গণধর্ষণগ্রেফতারধর্ষণশেরপুর