ফেনীতে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালক নিহত

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২২

ফেনীতে ভুট্টাবোঝাই ট্রাক নিয়েন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক মো. শিপন (২৮) নিহত হয়েছেন। এসময় হেলপার গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৬ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিপন চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি গ্রামের মো. সমিরের ছেলে।

পুলিশ জানায়, সকালে ভুট্টাবোঝাই একটি ট্রাক মহাসড়ক দিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। ট্রাকটি মোহাম্মদ আলী বাজার পার হয়ে দুলামিয়া রাস্তার মাথায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক মো. শিপন ও হেলপার মো. ফিরোজকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।