কুমিল্লায় র্যাব মাদক ব্যবসায়ীর গোলাগুলি, গুলিবিদ্ধ ৪ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০২২ কুমিল্লার সদর দক্ষিণে র্যাবের সঙ্গে মাদক মাদক ব্যবসায়ীদের গোলাগুলিতে তিন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় র্যাবের এক কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সুয়াগাজীর লালবাগ রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে হঠাৎ মাদক কারবারিরা গুলি ছোড়েন। পরে আত্মরক্ষার্থে আমরাও গুলি ছুড়ি। এতে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হন। এসময় রুবেল হোসাইন নামে র্যাবের এক কর্মকর্তাও গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে আরও দুই মাদক কারবারিকে আটক করা হয়। গুলিবিদ্ধদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় বলেও জানান এই র্যাব কর্মকর্তা। SHARES এক্সক্লুসিভ বিষয়: কুমিল্লামাদক ব্যবসায়ী গুলিবিদ্ধর্যাব