কসবায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর: আটক ২ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, মে ২, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল কাইয়ুম ( ৮) নামের এক শিশু নিহত হয়েছেন। সোমবার (২মে) সন্ধ্যায় কসবা টু নয়নপুর সড়কের কামালপুর বাস স্ট্যান্ডের কিছুটা উত্তরে সুবিধাপুর মোড়ে ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল কাইয়ুম উপজেলার কাইমপুর ইউনিয়নের খুরাইশার গ্রামের রুবেল মিয়ার ছেলে ছিলেন। এ ঘটনায় ঘাতক মোটরসাইকটি সহ দুই আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। মোটরসাইকেল আরোহীরা হলেন, জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মহল্লা গ্রামের আব্দুল লতিফের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) ও অপরজন একই উপজেলার শিবপুর ইউনিয়নের উজ্জল মিয়া (২৮)। এ বিষয়ে কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঁঞা পিপিএম-সেবা বলেন, এ ঘটনায় নিহত ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন, ঘাতক মোটরসাইকেলটিকে জব্দ দেখিয়ে আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। SHARES দেশজুড়ে বিষয়: কসবানিহতসড়ক দুর্ঘটনা