রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ ৩জন নিহত বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২২ রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একজন। রোববার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করেছেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন। তিনি বলেন, মাটিবাহী একটি ভটভটির সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই ভটভটি ছেড়ে পালিয়েছে চালক। তাছাড়া সেখানে তেমন কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুরো ঘটনা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে আব্দুল মান্নান (৪৮) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলে মারা গেছে আরেক শিশু। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়েছে ওই শিশুর মাকে। হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন শিশুটির বাবা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এ কর্মকর্তা। SHARES এক্সক্লুসিভ বিষয়: রাজশাহীসড়ক দুর্ঘটনা