রংপুরের পীরগাছায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, মে ২৮, ২০২২ রংপুরের পীরগাছায় দেলোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ মে) রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার অনন্তরাম কসাইটারী এলাকার সবুর উদ্দিনের ছেলে। বিভিন্ন সময় তিনি ধান, গম, ভুট্টার স্টক ব্যবসা করতেন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দেলোয়ারকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়ির পাশে কুড়ারপার ব্রিজ এলাকায় রেললাইনের ধারে আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন মিলে দেলোয়ারকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এ সময় দেলোয়ার চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন। তখন দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে দেলোয়ারকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ বিষয়টি এমএস টিভিকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় বেশ কিছু ক্লু পাওয়া গেছে। পুলিশ ঘটনা তদন্তে কাজ করছে। আশা করছি শিগগির এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা আইনের আওতায় আসবে। SHARES দেশজুড়ে বিষয়: পীরগাছারংপুরহত্যাকাণ্ড