বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২২ বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত আরও ১৯ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার (২৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আর্শাদ জানান, আজ ভোরে উজিরপুরে বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, এক জন নারী ও এক শিশু রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় জানান যায়নি। এ ঘটনায় আরও ২০ জনের মতো আহত হয়েছেন। গাড়িসহ হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট লিডার মো. জাহাঙ্গীর জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গাড়িটি গাছের মধ্যে ঢুকে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়িটি কেটে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠাচ্ছে। আহত নিহতের সংখ্যা উদ্ধার অভিযান শেষ করে বলা যাবে। উল্লেখ্য, রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। SHARES দেশজুড়ে বিষয়: উজিরপুরনিহতবরিশালসড়ক দুর্ঘটনা