রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, মে ৩০, ২০২২ লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ মে) রাতে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রায়হান (৩২) ও বাবুল মাঝি (৪০)। তারা উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকার বাসিন্দা। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এমএস টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রামগতি থেকে ছেড়ে যাওয়া ইলিশভর্তি পিকআপ ওই এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় খায়। এতে চালকসহ তিনজন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এসময় ঘটনাস্থলে রায়হান মারা যান। আহত বাবুল মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। আহত অন্য আরোহীকে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে। SHARES দেশজুড়ে বিষয়: নিহতরামগতিলক্ষ্মীপুরসড়ক দুর্ঘটনা