কসবায় সালদার তীরে বজ্রপাতে নিহত ১

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শ্যামপুর গ্রামে নুরুল ইসলাম (৫৫) নামক এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বিকালে মাঠে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে ওই ব্যক্তি তাৎক্ষণিক নিহত হয়।

নিহতের পরিবারে সূত্রের জানা যায়, প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় শ্যামপুর গ্রামের সালদা নদীর তীরে একটি জমিতে কৃষি কাজ করা অবস্থায় বজ্রপাতে নুরুল ইসলামের মৃত্যু হয়, এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।