কসবায় ফের ১২ কেজি গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফের ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পানিয়ারূপ টু কাঠেরপুল পাকা রাস্তার উপর থেকে ১২ কেজি গাঁজাসহ থেকে তাকে করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার বায়েক ইউনিয়নের রঘুরামপুর গ্রামের জলিল মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০)।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে ও কসবা সার্কেল সিনিয়ার সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামের দিক-নির্দেশনায়, কসবা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করা হচ্ছে বলেও জানান তিনি।