গাজীপুরে পুলিশের উপর মাদক ব্যবসায়ীদের গুলি, আটক ২ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২২ গাজীপুরে পুলিশকে উপর গুলি ছুড়েছে মাদক ব্যবসায়ীরা। এতে এক পুলিশ সদস্য আহত ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে অস্ত্র, গুলি ও মাদকসহ ১০ মামলার পলাতক আসামি আব্দুল আজিজ ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আবু সায়েম নয়ন এমএস টিভিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে গাজীপুর শহরের শ্মশানঘাট ব্রিজ এলাকায় অভিযান চালায় সদর থানা পুলিশ। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ৩-৪ জন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েন আ. আজিজ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তার সহযোগী সোহেল ওরফে মদন সোহেলকে (২৭) ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। মাদক ব্যবাসয়ীদের হামলায় কনস্টেবল শাহিন গুরুতর আহত হয়েছেন। মাদক ব্যবসায়ী আজিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা আবু সায়েম। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী আব্দুল আজিজ ও পুলিশ সদস্য শাহিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। SHARES দেশজুড়ে বিষয়: আটকগাজীপুরগুলিবিদ্ধমাদক মামলা