কসবায় টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৩

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এবং জেলা মাদকদ্রব্য অধিদপ্তরসহ টাস্কফোর্সের যৌথ অভিযানে ৩৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদ ভবনের সামনের পাকা রাস্তা দিয়ে মাদক পাচার কালে এসব মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন,উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্ৰামের হাসান মিয়ার ছেলে ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান (২৫),গৌরাঙ্গলা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে রফিকুল ইসলাম(প্রকাশ) দুলাল (২২),মাদলা গ্রামের কবির হাসানের ছেলে মেহেদী হাসান ফোরকান (২৩) ।

যদিও বায়েক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ সাদ্দাম হোসেন জানিয়েছেন সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রায় দুই মাস পূর্বে ৫নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক পদ থেকে কামরুল হাসানকে বহিষ্কার করা হয়েছিল, এছাড়াও কারো ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ বায়েক ইউনিয়ন শাখা গ্রহণ করবে না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে একই দিনে কসবা পৌর এলাকার মরাপুকুরপাড় এলাকা থেকে মাদক পাচারকালে দক্ষিণ কসবার আবুল খায়েরের ছেলে ইসমাইল হোসেন নামক আরেক মাদক ব্যবসায়ীকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে ,আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলার রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম।